'জাপানি মেসি'কে নিয়েই কাতার যাচ্ছে জাপান

কাতার বিশ্বকাপকে সামনে রেখে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন জাপানের ম্যানেজার হাজিমে মোরিয়াসু। মঙ্গলবার বিশ্বকাপের জন্য ঘোষিত এ দলে বার্সেলোনার সাবেক যুব তারকা তাকেফুসা কুবোকে অন্তর্ভুক্ত করেছেন তিনি। সুযোগ পেয়েছেন ব্রাইটন উইঙ্গার কাওরু মিতোমাও।

বার্সার যুব দলে দারুণ নজর কেড়েছিলেন কুবো। তাকে তখন ডাকা হতো 'জাপানি মেসি' নামে। পরে রিয়াল মাদ্রিদে যোগ দিলেও নামের প্রতি সুবিচার করতে না পারায় রিয়াল সোসিয়েদাদের কাছে বিক্রি করে দেয় তাকে। এ স্প্যানিশ ক্লাবেও জ্বলে উঠতে পারেননি। তারপরও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা মিলেছে ২১ বছর বয়সী কুবোর।

২৬ সদস্যের এ স্কোয়াডে মাত্র ছয় জন খেলোয়াড় রয়েছেন জাপানের জে লিগের ফুটবলার। বাকি সবাই খেলেন ইউরোপের বিভিন্ন ক্লাবে। তবে জায়গা হয়নি সেল্টিক ফরোয়ার্ড কিয়োগো ফুরুহাশি এবং ভিসেল কুবের স্ট্রাইকার ইউয়া ওসাকোর।

এক বছর বেলজিয়ামের ইউনিয়ন এসজিতে ধারে কাটানোর পর এই গ্রীষ্মে ব্রাইটনে যোগ দেওয়া মিতোমাকে নেওয়া কিছুটা চমকই বটে। লেফট-ব্যাক ইউতো নাগাতোমো এবং গোলরক্ষক ইজি কাওয়াশিমা খেলবেন চতুর্থ বিশ্বকাপে। এছাড়া নিজের তৃতীয় বিশ্বকাপে খেলবেন সাবেক সাউদাম্পটন ডিফেন্ডার মায়া ইয়োশিদা।

অ্যাইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট ফরোয়ার্ড দাইচি কামাদা এবং মোনাকোর তাকুমি মিনামিনোকেও অন্তর্ভুক্ত করেছেন মোরিয়াসু। সেপ্টেম্বরে হাঁটুতে চোট পাওয়ার পর মাঠের বাইরে থাকা বরুসিয়া মনসেনগ্লাডবাখের ডিফেন্ডার মোরিয়াসু কোইতাকুরাকেও রেখেছেন তিনি।

বিশ্বকাপে ব্লু সামুরাইদের গ্রুপে রয়েছে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও স্পেন। এছাড়াও জায়ান্ট কিলার কোস্টারিকাও রয়েছে তাদের গ্রুপে। তাই বেশ কঠিন গ্রুপেই পড়েছে তারা। আগামী ২৩ নভেম্বর জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে জাপানের। ২৭ নভেম্বর কোস্টারিকা এবং ১ ডিসেম্বর স্পেনের বিপক্ষে খেলবে দলটি।

কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের জাপান দল

গোলরক্ষক: শুইচি গোন্ডা (শিমিজু এস-পালস), ইজি কাওয়াশিমা (স্ট্রাসবার্গ), ড্যানিয়েল শ্মিট (সিন্ট-ট্রুইডেন)

ডিফেন্ডার: ইউতো নাগাতোমো (এফসি টোকিও), মায়া ইয়োশিদা (শালকে), তাকেহিরো তোমিয়াসু (আর্সেনাল), হিরোকি সাকাই (উরাওয়া রেডস), ইউটা নাকায়ামা (হাডার্সফিল্ড টাউন), শোগো তানিগুচি (কাওয়াসাকি ফ্রন্টেল), কো ইতাকুরা (বরুশিয়া মোনসেনগ্লাডবাখ), মিকি ইয়ামানে (কাওয়াসাকি ফ্রন্টেল), হিরোকি ইতো (স্টুটগার্ট)

মিডফিল্ডার: ওয়াতারু এন্ডো (স্টুটগার্ট), হিডেমাসা মরিতা (স্পোর্টিং লিসবন), আও তানাকা (ফর্তুনা ডুসেলডর্ফ), দাইচি কামাদা (অ্যাইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), জুনিয়া ইতো (রিমস), কাওরু মিতোমা (ব্রাইটন), তাকুমি মিনামিনো (মোনাকো), ইউকি সোমা (নাগোয়া গ্র্যাম্পাস), গাকু শিবাসাকি (লেগানেস), তাকেফুসা কুবো (রিয়েল সোসিয়েদাদ), রিতসু দোয়ান (ফ্রেইবার্গ)

ফরোয়ার্ড: ডাইজেন মায়েদা (সেল্টিক), তাকুমা আসানো (বোচুম), আয়াসে উয়েদা (সার্কেল ব্রুগ)।

Comments

The Daily Star  | English

Multiple blasts heard in Tehran, black smoke visible in east: AFP

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

19h ago