ব্রাজিলের জার্সিতে চূড়ায় উঠতে চান রিচার্লিসন

Richarlison
রিচার্লিসন। ফাইল ছবি

ক্লাব ফুটবলে টটেনহ্যাম  হটস্পারে আলো ছড়িয়েছেন। ব্রাজিলের জার্সিতেও গত বেশ কিছুদিন রিচার্লিসনকে দেখা যাচ্ছে সেরা ছন্দে। সব কিছু ঠিক থাকলে কাতার বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা জেতার মিশনে দলের অন্যতম ভরসা হিসেবে থাকবেন এই ফরোয়ার্ড। মেগা আসরের আগে ২৫ বছরের এই তারকা জানিয়েছেন নিজের স্বপ্নের কথা, বলেছেন ব্রাজিলের জার্সিটা তার কাছে কত প্রিয়।

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে রিচার্লিসন ছিলেন দর্শক। টিভিতে বসেই দেশকে সমর্থন করেছেন। এবার তিনি খেলবেন মাঠে। তার সামনে সুযোগ নিজেকে মেলে ধরার। ব্রাজিলের মধ্যে এরমধ্যেই অবশ্য বড় কিছু সাফল্যও আছে তার। ২০১৯ কোপা আমেরিকার ফাইনালে পেরুর বিপক্ষে গোল করে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করেছিলেন।

ফিফা সাইটের সঙ্গে আলাপে এই ব্রাজিলিয়ান জানালেন হলুদ জার্সিটা তাকে মানিয়ে যায়, যা পরলে পান ছন্দ,  'আমি যখন ব্রাজিলের জার্সি গায়ে তুলেছি, ভালো অনুভব করেছি। গোল করছি, অ্যাসিস্ট করছি। এই জার্সির জন্য সবকিছু করছি। আশা করছি এমনটাই চলতে থাকবে। আমি  অলিম্পিকস গেমসে সর্বোচ্চ গোলদাতা ছিলাম। এই জার্সিটা আমার সঙ্গে বেশ মানায়।'

'এটা আমার প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে, স্বপ্নের মতো ব্যাপার। আগে শুধু টিভিতে বিশ্বকাপ দেখতাম। গত বিশ্বকাপে টিভিতে ব্রাজিলকে সমর্থন দিয়েছি। এবার মাঠে নেমে চূড়ায় উঠতে  প্রতিটি বল, প্রতিটি মুহূর্তের জন্য ছুটব।'

ব্রাজিলের জার্সিতে ৩৮ ম্যাচ খেলে এখনো পর্যন্ত ১৭ গোল করেছেন তিনি। তারমধ্যে সবচেয়ে স্মরণীয় কোপার ফাইনালে করা গোল, 'কোপা আমেরিকার ফাইনালের গোলটিই আমার প্রিয়। সেবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। মারাকানা স্টেডিয়াম ছিল দর্শক ভরপুর। আমার বয়স ছিল স্রেফ ২২।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

47m ago