ডেনমার্কের বিশ্বকাপ দলে এরিকসেন

হৃৎস্পন্দন থেমে গিয়েছিল গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে। তাতে মাঠে তো বটেই পুরো ফুটবল বিশ্বেই নেমে এসেছিল শোকের ছায়া। তবে সব শঙ্কা কাটিয়ে সুস্থ হয়ে পেশাদার ফুটবলে ফিরেছেন আগেই। গত মার্চে ডাক পান জাতীয় দলেও। সে ধারায় এবার কাতার বিশ্বকাপের জন্য ডেনমার্কের মূল স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন ৩০ বছর বয়সী মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেন।

হৃৎস্পন্দন থেমে গিয়েছিল গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে। তাতে মাঠে তো বটেই, পুরো ফুটবল বিশ্বেই নেমে এসেছিল শোকের ছায়া। তবে সব শঙ্কা কাটিয়ে সুস্থ হয়ে পেশাদার ফুটবলে ফিরেছেন আগেই। গত মার্চে ডাক পান জাতীয় দলেও। সে ধারায় এবার কাতার বিশ্বকাপের জন্য ডেনমার্কের মূল স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন ৩০ বছর বয়সী মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেন।

সোমবার রাতে কাতার বিশ্বকাপের জন্য ২১ জনের প্রাথমিক দল ঘোষণা করেন ডেনিশ কোচ ক্যাসপার হিউলমান্ড। বাকি পাঁচ জনের নাম জানাতে হবে ফিফার বেঁধে দেওয়া সময় ১৩ নভেম্বরের মধ্যেই। ইউরোপের বিভিন্ন লিগের শেষ রাউন্ডের খেলা শেষ হলে তাদের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি।

২০ নভেম্বর থেকে বিশ্বকাপ মাঠে গড়ালেও ডেনমার্কের মিশন শুরু হবে দুই দিন পর। ২২ নভেম্বর তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ তিউনিসিয়া। 'ডি' গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও অস্ট্রেলিয়া। ২৬ নভেম্বর চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার পর ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ডেনিশরা।

ডেনমার্কের প্রাথমিক দল

গোলরক্ষক: ক্যাসপার স্মাইকেল (নিস), অলিভার ক্রিস্টেনসেন (হার্থা বার্লিন)।

ডিফেন্ডার: সাইমন কেজার (এসি মিলান), জোয়াকিম অ্যান্ডারসেন (ক্রিস্টাল প্যালেস), জোয়াকিম মাহেল (আতালান্তা), আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন (বার্সেলোনা), রাসমাস ক্রিস্টেনসেন (লিডস ইউনাইটেড), জেনস স্ট্রাইগার লারসেন (ট্রাবজনস্পোর), ভিক্টর নেলসন (গালাতাসারে), ড্যানিয়েল ওয়াস (ব্রন্ডবাই)।

মিডফিল্ডার: থমাস ডেলানি (সেভিয়া), ম্যাথিয়াস জেনসেন (ব্রেন্টফোর্ড), ক্রিশ্চিয়ান এরিকসেন (ম্যানচেস্টার ইউনাইটেড), পিয়েরে-এমিল হজবার্গ (টটেনহ্যাম)।

ফরোয়ার্ড: আন্দ্রেয়াস স্কোভ ওলসেন (ক্লাব ব্রুজ), জেসপার লিন্ডস্ট্রম (অ্যাইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), আন্দ্রেয়াস কর্নেলিয়াস (কোপেনহেগেন), মার্টিন ব্রেথওয়েট (এস্পানিওল), ক্যাসপার ডলবার্গ (সেভিয়া), মিকেল ডামসগার্ড (ব্রেন্টফোর্ড), জোনাস উইন্ড (ভিএফএল উলফসবার্গ)।

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

10h ago