বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় মানে

আর মাত্র ১১ দিন। এরপরই কাতারে পর্দা উঠবে এবারের ফিফা বিশ্বকাপের। যদিও এরমধ্যেই বেজে উঠেছে এ আসরের দামামা। তবে এখনও চলছে ক্লাবগুলোর খেলা। আর সেখানে খেলতে গিয়ে আগের দিন চোটে পড়েছেন সাদিও মানে। ফলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার বড় শঙ্কায় পড়েছেন সেনেগালের এ ফরোয়ার্ড।

আর মাত্র ১১ দিন। এরপরই কাতারে পর্দা উঠবে এবারের ফিফা বিশ্বকাপের। যদিও এরমধ্যেই বেজে উঠেছে এ আসরের দামামা। তবে এখনও চলছে ক্লাবগুলোর খেলা। আর সেখানে খেলতে গিয়ে আগের দিন চোটে পড়েছেন সাদিও মানে। ফলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার বড় শঙ্কায় পড়েছেন সেনেগালের এ ফরোয়ার্ড।

বিশ্বকাপ বিরতির আগে মঙ্গলবার রাতে বুন্ডেসলিগায় শেষ ম্যাচে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। ৬-১ গোলের বড় ব্যবধানে ভার্ডার ব্রেমেনকে হারায় তারা। ম্যাচের ২০তম মিনিটে হাঁটুতে চোট পান মানে। এরপর সাইডলাইনে বেশ কিছুক্ষণ প্রাথমিক শুশ্রূষা চালালেও আর মাঠে নামতে পারেননি এ ফরোয়ার্ড।

মানের চোট স্বাভাবিকভাবেই বড় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে সেনেগাল কোচ আলিউ সিসের। এই তারকার উপর ভর করেই মোহামেদ সালাহর মিশরকে কাঁদিয়ে এবার বিশ্বকাপে নাম লিখিয়েছে দলটি।

ম্যাচ শেষে মানের চোট সম্পর্কে অবশ্য তেমন ধারণা দিতে পারেননি বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসমান, 'নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না… আসলে কি অবস্থা জানতে এক্স-রে করাতে হবে কারণ এখানে সহজেই চিড় ধরতে পারে। তবে আশা করি, খারাপ কিছু হয়নি। এই মুহূর্তে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না।'

তবে তার সহকারী কোচ ডিনো টপমোল আশা করছেন বিশ্বকাপের আগেই সেরে উঠবেন মানে। তিনি বলেন, 'সাদিও মানে পায়ে আঘাত পেয়েছিল, এর ফলে সে স্নায়ুতে ব্যথা অনুভব করছিল। গুরুতর কিছু নয় এবং তার বিশ্বকাপে খেলা নিয়ে কোনো ঝুঁকি নেই।'

আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। তবে ১৪ নভেম্বরের মধ্যে ঘোষণা করতে হবে বিশ্বকাপ স্কোয়াড। সেনেগালের তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ২১ নভেম্বর। নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা। 'এ' গ্রুপের তাদের অপর দুই প্রতিপক্ষ স্বাগতিক কাতার ও ইকুয়েডর।

Comments

The Daily Star  | English

Deeper crisis feared as 219 factories shut

With 219 garment factories shut amid worker unrest along the industrial belts yesterday, Bangladesh’s apparel sector is feared to get into a deeper crisis if production does not resume on Saturday after the weekend.  

1h ago