ক্যামেরুনের বিশ্বকাপ দলে চমক

কাতার বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন ক্যামেরুন কোচ রিগোবার্ট সং। তবে দলে বেশ কিছু চমক উপহার দিয়েছেন তিনি। বাদ দিয়েছেন অভিজ্ঞ সেন্টার ব্যাক মাইকেল এনগাদেউ-এনগাদজুইকে। বিস্ময়করভাবে ঘরোয়া ক্লাবের দুই তরুণ সোয়াইবো মারু এবং জেরোম এনগমকে অন্তর্ভুক্ত করেছেন তিনি।

কাতার বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন ক্যামেরুন কোচ রিগোবার্ট সং। তবে দলে বেশ কিছু চমক উপহার দিয়েছেন তিনি। বাদ দিয়েছেন অভিজ্ঞ সেন্টার ব্যাক মাইকেল এনগাদেউ-এনগাদজুইকে। বিস্ময়করভাবে ঘরোয়া ক্লাবের দুই তরুণ সোয়াইবো মারু ও জেরোম এনগমকে অন্তর্ভুক্ত করেছেন এ কোচ।

দলটির অধিনায়কত্ব করবেন ভিনসেন্ট আবুবাকার, যিনি ২০১০ বিশ্বকাপের ২০১৪ সালেও ব্রাজিলে অংশগ্রহণ করেছিলেন। তৃতীয় বিশ্বকাপ অ্যারিসের ডিফেন্ডার নিকোলাস এনকোলো ও বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চৌপো-মোটিংয়েরও। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে জায়গা পায়নি ক্যামেরুন।

এক আসর পর ফিরে বিশ্বকাপে এবার 'জি' গ্রুপে ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়ার সঙ্গে লড়বে ক্যামেরুন। নিজেদের প্রথম ম্যাচে ২৪ নভেম্বর মুখোমুখি হবে সুইজারল্যান্ডের বিপক্ষে। ২৮ নভেম্বর সার্বিয়া এবং ২ ডিসেম্বর ব্রাজিলের মুখোমুখি হবে দলটি।

ক্যামেরুনের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: সাইমন এনগাপান্ডুয়েতনবু (মার্সেই), ডেভিস এপাসি (আভা), আন্দ্রে ওনানা (ইন্টার মিলান)।

ডিফেন্ডার: নিকোলাস এনকোলো (অ্যারিস), ক্রিস্টোফার উওহ (রেনেঁ), নুহো টোলো (সিয়াটেল সাউন্ডার্স), অলিভিয়ের এমবাইজো (ফিলাডেলফিয়া ইউনিয়ন), কলিন্স ফাই (আল-তাই), জিন-চার্লস ক্যাসটেলেট্টো (নতেঁ), এনজো ইবোসে (উদিনেস)।

মিডফিল্ডার: অলিভিয়ের এনচাম (সোয়ানসি সিটি), পিয়ের কুন্দে (অলিম্পিয়াকোস), মার্টিন হংলা (হেলাস ভেরোনা), স্যামুয়েল গয়েট (মেচেলেন), গেয়েল ওন্ডুয়া (হ্যানোভার ৯৬), আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসা (নাপোলি), জেরোম এনগম (কলম্বে জা)।

ফরোয়ার্ড: মৌমি এনগামালেউ (ডায়নামো মস্কো), জর্জেস-কেভিন এনকৌডু (বেসিকতাস), ভিনসেন্ট আবুবাকর (আল-নাসর), কার্ল টোকো একামবি (লিওঁ), জিন-পিয়েরে এনসামে (ইয়ং বয়েজ), ব্রায়ান এমবেউমো (ব্রেন্টফোর্ড), এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং (বায়ার্ন মিউনিখ), ক্রিশ্চিয়ান বাসোগগ (সাংহাই শেনহুয়া), মারউ সোয়াইবো (কোটন স্পোর্ট)।

Comments

The Daily Star  | English

Mozammel, Shyamal, Shahriar on 7-day remand in murder cases

Dhaka Additional Chief Metropolitan Magistrate Md Sanaullah passed the orders after they were produced before the court in the morning with a 10-day remand prayer for them

1h ago