ক্যামেরুনের বিশ্বকাপ দলে চমক
কাতার বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন ক্যামেরুন কোচ রিগোবার্ট সং। তবে দলে বেশ কিছু চমক উপহার দিয়েছেন তিনি। বাদ দিয়েছেন অভিজ্ঞ সেন্টার ব্যাক মাইকেল এনগাদেউ-এনগাদজুইকে। বিস্ময়করভাবে ঘরোয়া ক্লাবের দুই তরুণ সোয়াইবো মারু ও জেরোম এনগমকে অন্তর্ভুক্ত করেছেন এ কোচ।
দলটির অধিনায়কত্ব করবেন ভিনসেন্ট আবুবাকার, যিনি ২০১০ বিশ্বকাপের ২০১৪ সালেও ব্রাজিলে অংশগ্রহণ করেছিলেন। তৃতীয় বিশ্বকাপ অ্যারিসের ডিফেন্ডার নিকোলাস এনকোলো ও বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চৌপো-মোটিংয়েরও। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে জায়গা পায়নি ক্যামেরুন।
এক আসর পর ফিরে বিশ্বকাপে এবার 'জি' গ্রুপে ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়ার সঙ্গে লড়বে ক্যামেরুন। নিজেদের প্রথম ম্যাচে ২৪ নভেম্বর মুখোমুখি হবে সুইজারল্যান্ডের বিপক্ষে। ২৮ নভেম্বর সার্বিয়া এবং ২ ডিসেম্বর ব্রাজিলের মুখোমুখি হবে দলটি।
ক্যামেরুনের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: সাইমন এনগাপান্ডুয়েতনবু (মার্সেই), ডেভিস এপাসি (আভা), আন্দ্রে ওনানা (ইন্টার মিলান)।
ডিফেন্ডার: নিকোলাস এনকোলো (অ্যারিস), ক্রিস্টোফার উওহ (রেনেঁ), নুহো টোলো (সিয়াটেল সাউন্ডার্স), অলিভিয়ের এমবাইজো (ফিলাডেলফিয়া ইউনিয়ন), কলিন্স ফাই (আল-তাই), জিন-চার্লস ক্যাসটেলেট্টো (নতেঁ), এনজো ইবোসে (উদিনেস)।
মিডফিল্ডার: অলিভিয়ের এনচাম (সোয়ানসি সিটি), পিয়ের কুন্দে (অলিম্পিয়াকোস), মার্টিন হংলা (হেলাস ভেরোনা), স্যামুয়েল গয়েট (মেচেলেন), গেয়েল ওন্ডুয়া (হ্যানোভার ৯৬), আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসা (নাপোলি), জেরোম এনগম (কলম্বে জা)।
ফরোয়ার্ড: মৌমি এনগামালেউ (ডায়নামো মস্কো), জর্জেস-কেভিন এনকৌডু (বেসিকতাস), ভিনসেন্ট আবুবাকর (আল-নাসর), কার্ল টোকো একামবি (লিওঁ), জিন-পিয়েরে এনসামে (ইয়ং বয়েজ), ব্রায়ান এমবেউমো (ব্রেন্টফোর্ড), এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং (বায়ার্ন মিউনিখ), ক্রিশ্চিয়ান বাসোগগ (সাংহাই শেনহুয়া), মারউ সোয়াইবো (কোটন স্পোর্ট)।
Comments