জার্মানির বিশ্বকাপ দলে ফিরলেন মেসিদের কাঁদানো গোটজে

অতিরিক্ত সময়ের সময়ের শেষ দিকের খেলা। আন্দ্রে শুরলের ক্রস থেকে অসাধারণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো এক ভলিতে লক্ষ্যভেদ। সেই গোলেই আর্জেন্টিনাকে কাঁদিয়ে উল্লাসে মাতে জার্মানি। তবে মাঝে যেন হারিয়ে গিয়েছিলেন এ তারকা। কিছুটা চমক উপহার দিয়ে আবার ফিরেছেন ২০২২ কাতার বিশ্বকাপের দলে।

বৃহস্পতিবার কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করে জার্মানি। সেই দলে এক রাশ বিস্ময় উপহার দিয়ে ২০১৪ বিশ্বকাপ ফাইনালের নায়ক গোটজেকে নিয়েছেন দলটির প্রধান কোচ হ্যান্সি ফ্লিক। তবে বাদ পড়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের অধিনায়ক মার্কো রিউস। মূলত ইনজুরির কারণে বাদ পড়েন ডর্টমুন্ড অধিনায়ক।

বুন্ডেসলিগায় এ মৌসুমে ছয় গোল করা বরুসিয়া ডর্টমুন্ডের তরুণ ইউসুফ মৌকোকোকে ডেকেছেন ফ্লিক। অথচ দারুণ মৌসুমে কাটানো ওয়ের্ডার ব্রেমেনের ফরোয়ার্ড নিকলাস ফুয়েলক্রুগো বাদ পড়েছেন। মৌসুমে এখন পর্যন্ত ১০ গোল করেছেন। ইনজুরিতে পড়া টিমো ভের্নার বাদ পড়েছেন অনুমিতভাবেই।

চারবারের চ্যাম্পিয়ন জার্মানি এবার কাতার বিশ্বকাপে গ্রুপ 'ই'তে খেলবে স্পেন, জাপান ও কোস্টারিকার বিপক্ষে। ২৩ নভেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান। এরপর ২৭ নভেম্বর স্পেন ও ১ ডিসেম্বর কোস্টারিকার মুখোমুখি হবে তারা।

২৬ সদস্যের জার্মানির বিশ্বকাপ দল

গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্র্যাপ (অ্যাইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট)

ডিফেন্ডার: ম্যাথিয়াস গিন্টার (ফ্রেইবার্গ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকলাস সুয়েল (বরুসিয়া ডর্টমুন্ড), নিকো স্লোটারবেক (বরুশিয়া ডর্টমুন্ড), থিলো কেহেরার (ওয়েস্টহ্যাম ইউনাইটেড), ডেভিড রাউম (লাইপজিগ), লুকাস ক্লোস্টারম্যান (লাইপজিগ), আর্মেল কোস্টেরম্যান (সাউদাম্পটন), ক্রিশ্চিয়ান গুয়েন্টার (ফ্রেইবার্গ)

মিডফিল্ডার: ইকাই গুন্দোগান (ম্যানচেস্টার সিটি), জোনাস হফম্যান (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), লিওন গোরেটজকা (বায়ার্ন মিউনিখ), সার্জ নাব্রি (বায়ার্ন মিউনিখ), লেরয় সানে (বায়ার্ন মিউনিখ), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ), ইয়াশুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ), থমাস মুলার (সকল বায়ার্ন মিউনিখ), জুলিয়ান ব্র্যান্ডট (বরুসিয়া ডোনাস), মারিও গোটজে (অ্যাইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট)।

স্ট্রাইকার: কাই হাভার্টজ (চেলসি), ইউসুফা মৌকোকো (বরুশিয়া ডর্টমুন্ড), নিকলাস ফুয়েলক্রুগ (ওয়ের্ডার ব্রেমেন), করিম আদেইমি (বরুশিয়া ডর্টমুন্ড)।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago