নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে সিমন্স
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা তরুণ জাভি সিমন্স। তবে জায়গা হয়নি নিউক্যাসলের তরুণ সভেন বোটম্যানের। শুক্রবার সামাজিকমাধ্যম টুইটারে নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা করেন ডাচ কোচ লুইস ভ্যান হাল।
২২ বছর বয়সী বোটম্যান লিল থেকে নিউক্যাসলে যোগ দিয়ে এডি হাওয়ের অধীনে দারুণ খেলছেন। চলতি মৌসুমে ৪ ম্যাচে রেখেছেন ছয়টি ক্লিনশিট। বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক জ্যাসপার সিলেসেনও। অ্যায়াক্সের ব্রায়ান ব্রবি ও বায়ার্ন মিউনিখের রায়ান গ্রেভেনবার্চকেও বিবেচনা করেননি ভ্যান হাল।
সিমন্স প্রথমবারের মতো ভ্যান হালের দলে জায়গা করে নিয়েছেন। এই গ্রীষ্মেই পিএসজি ছেড়ে পিএসভিতে যোগ দেন তিনি। ১৩টি লীগ ম্যাচে করেছেন আট গোল। জার্মানির ইউসুফা মৌকোকোর পরে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপ দলে ডাক পাওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় সিমন্স।
আগামী ২১ নভেম্বর বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। এ গ্রুপে তাদের সঙ্গে আরও রয়েছে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: জাস্টিন বিলো (ফেইনোর্ড), রেমকো পাসভির (আয়াক্স), অ্যান্ড্রিস নপারট (হিরেনভিন)
ডিফেন্ডার: ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), নাথান আকে (ম্যানচেস্টার সিটি), ডিলে ব্লিন্ড (আয়াক্স), জুরিয়েন টিম্বার (আয়াক্স) ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান), স্টেফান ডি ভ্রিজ (ইন্টার মিলান), মাতাইস ডি লিখট (বায়ার্ন নিউনিখ), টিরেল মালাসিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), জেরেমি ফ্রিম্পং (লেভারকুসেন)
মিডফিল্ডার: ফ্র্যাঙ্কি ডি ইয়ং (বার্সেলোনা), স্টিভেন বার্গুইস (আয়াক্স), ডেভি ক্লাসেন (আয়াক্স), টেউন কুপমেইনারস (আতালান্তা বেরগামো), কোডি গ্যাকপো (পিএসভি), মার্টিন ডি রুন (আতালান্তা বেরগামো), কেনেথ টেইলর (আয়াক্স), জাভি সিমন্স (পিএসভি)।
ফরোয়ার্ড: মেমফিস ডিপাই (বার্সেলোনা), স্টিভেন বার্গউইজন (আয়াক্স), ভিনসেন্ট জ্যানসেন (রয়্যাল এন্টওয়ার্প), লুক ডি ইয়ং (পিএসভি), নোয়া ল্যাং (ক্লাব ব্রুগ), ওয়াউট ওয়েঘর্স্ট (বেসিকতাস)
Comments