বিশ্বকাপে কান্তেকে পাচ্ছে না ফ্রান্স
বিশ্বকাপ যত কাছে আসছে, তারকা ফুটবলারদের চোট সমস্যাও যেন বড় হয়ে দেখা দিচ্ছে। আগের দিন পর্তুগাল দিয়াগো জোতাকে হারানোর খারাপ খবর শুনেছে। এবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স শুনল মিডফিল্ডার এনগোলো কান্তে হারানোর সংবাদ।
হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে অস্ত্রোপচার করানোয় চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ফ্রান্স ও চেলসি মিডফিল্ডার। ফলে নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে পাওয়া যাচ্ছে না তাকে।
গত অগাস্টে প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন কান্তে। তার চোটের অবস্থা নিয়ে এই কদিন ধরে ছিল অনিশ্চয়তা। অবশেষে চেলসি আনুষ্ঠানিক ঘোষণায় কান্তের ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ক্লাবটি জানায় অস্ত্রোপচার লেগেছে কান্তের, 'এনগোলো কান্তে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে অস্ত্রোপচার করিয়েছেন। চোট সারাতে তাকে পুনর্বাসন প্রক্রিয়ায় যেতে হবে। একজন বিশেষজ্ঞের পরামর্শে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। আগামী প্রায় চার মাস মাঠে পাওয়া যাবে না তাকে।'
আনুষ্ঠানিক ঘোষণার আগেই অবশ্য কয়েকটি গণমাধ্যমে কান্তেকে নিয়ে অনিশ্চয়তার খবর দেখা গিয়েছিল। ৩১ বছর বয়েসী এই মিডফিল্ডার ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলে ছিলেন।
চোট শঙ্কায় আছেন ফ্রান্সের আরেক তারকা পল পগবাও। হাঁটুতে মাসখানেক আগে অস্ত্রোপচার করান তিনি। বিশ্বকাপের আগে তার সেরে উঠা নিয়েও আছে সংশয়। বিশ্বকাপে মিডফিল্ড সাজাতে তাই বাড়তি চিন্তা করতে হবে কোচ দিদিয়ের দেশমকে।
Comments