‘সোনালী প্রজন্ম’ তকমা পেতে হলে বিশ্বকাপ জিততে হবে: হ্যাজার্ড 

কেভিন ডি ব্রুইনা, হ্যাজার্ড, থিবো কর্তোয়া, রোমেরু লুকাকুরা ক্লাব ফুটবলের বড় নাম। ১২ মিলিয়ন বেলজিয়ান তাই আবারও ট্রফির আশার বুক বাঁধছেন।
eden hazard

গত দুই বিশ্বকাপ ধরেই শিরোপার অন্যতম দাবিদার বেলজিয়াম। অন্তত কাগজে কলমে সেরকম দল নিয়েই বিশ্ব আসরে আসে তারা। দারুণ সব প্রতিভার অভাব নেই তাদের দলে, তবে অভাব একটি শিরোপার। আন্তর্জাতিক ফুটবলের রেড ডেভিলদের অধিনায়ক এডেন হ্যাজার্ড মনে করছেন নিজেদের নামের প্রতি সুবিচার করার একমাত্র উপায় কাতার বিশ্বকাপের শিরোপা জয়।

বেলজিয়ামের এই প্রজন্মকে বলা হয়ে থাকে সোনালী প্রজন্ম। বর্তমান দলের অধিকাংশ সদস্যই দীর্ঘদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন লিগে। কেভিন ডি ব্রুইনা, হ্যাজার্ড, থিবো কর্তোয়া, রোমেরু লুকাকুরা ক্লাব ফুটবলের বড় নাম। ১২ মিলিয়ন বেলজিয়ান তাই আবারও ট্রফির আশার বুক বাঁধছেন।

ফিফা ওয়েবসাইটকে হ্যাজার্ড বলেন, 'আমরা একটি দারুণ প্রজন্ম পেয়েছি। কিন্তু এখনও কিছু জিততে পারিনি আমরা। সোনালী প্রজন্ম তকমা অর্জন করে নিতে হলে সেটাই (ট্রফি জয়) করতে হবে।'  

গত বিশ্বকাপেও আক্ষেপ সঙ্গী হয়েছিল ৩১ বছর বয়সী রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করেছিল বেলজিয়াম। এদিকে দলের বেশিরভাগ সদস্যই একসঙ্গে খেলছেন প্রায় দশ বছর ধরে। ফলে তাদের বোঝাপড়াটাও দারুণ। এর সঙ্গে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের তৃতীয় বিশ্বকাপেও দারুণ কিছু করার ব্যাপারে আশাবাদী বেলজিয়াম অধিনায়ক।

সাবেক চেলসি উইঙ্গার বলেন, 'সবসময়ই  সোনালী প্রজন্ম নিয়ে কথা হয়। আমরা প্রায় দশ বছর ধরে একসঙ্গে আছি। আমাদের সবার অভিজ্ঞতা আগের টুর্নামেন্টগুলোতে কাজে এসেছিল। আশা করি এবারও সেই সুবিধা কাজে লাগাতে পারব আমরা।'

নিজের ব্যক্তিগত লক্ষ্যও নির্ধারণ করে ফেলেছেন এই তারকা ফরোয়ার্ড, 'আমার লক্ষ্য উঁচুতে রাখতে হবে। ২০১৮ এর চেয়ে ভালো খেলতে চেষ্টা করব এবার। এটা কঠিন হবে কারণ সেবারও অনেক ভাল খেলেছিলাম।'

আগামী ২৩ নভেম্বর কানাডার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বেলজিয়াম। ২৭ নভেম্বর হ্যাজার্ডদের সামনে মরক্কো বাধা, ১ ডিসেম্বর তারা মুখোমুখি হবে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

4h ago