ইরানকে নিষিদ্ধ করে ইউক্রেনকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার দাবি
কাতার বিশ্বকাপকে সামনে রেখে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইরানের। চলতি মাসেই নারীদের স্টেডিয়ামে ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে দেশটিকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছিল নারীবাদী সংগঠন ওপেন স্টেডিয়ামস। এবার ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্কের প্রধান নির্বাহী সারগি পালকিনও তুললেন একই দাবি, আরও বললেন ইরানের বদলে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত ইউক্রেনকে।
তাদের দেশে হামলার জন্য ব্যবহৃত ড্রোন ইরানের কাছ থেকেই কিনছে রাশিয়া, দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ তুলে আসছে ইউক্রেন। সামাজিক মাধ্যম ফেসবুকে শাখতার প্রধান নির্বাহী বলেন, 'ইরানের শাসকরা যখন বিশ্বকাপে তাদের দেশের খেলা উপভোগ করবে ইউক্রেনীয়ানরা তখন ইরানি ড্রোন আর মিসাইলের আঘাতে নিহত হবে।'
ইউক্রেনে রাশিয়ার এই হামলাকে সন্ত্রাসী হামলা বলেও আখ্যা দিয়েছেন এই ক্লাব কর্তা। এতে সহায়তা করার জন্য ফিফা ও আন্তর্জাতিক ফুটবল মহলের কাছে ইরানকে নিষিদ্ধের দাবি তুলেছেন তিনি। পালকিন বলেন, 'ইউক্রেনীয়ানদের ওপর সন্ত্রাসী হামলায় সরাসরি অংশগ্রহণের জন্য ফিফা ও আন্তর্জাতিক ফুটবল মহলের কাছে বিশ্বকাপ থেকে ইরানকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে শাখতার। '
গত জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ওয়েলসের বিপক্ষে ০-১ গোলে হেরে শেষ হয়ে যায় ইউক্রেনের বিশ্বকাপ খেলার স্বপ্ন। তবে বিরুদ্ধ পরিস্থিতিতে ফুটবলাররা তাদের হৃদয় দিয়ে খেলেছিলেন বলেই জানান পালকিন, 'অন্যান্য দলের তুলনায় অসম অবস্থায় থেকেও প্লে অফে হৃদয় দিয়েই খেলেছে তারা (ইউক্রেন)।'
এদিকে বিশ্বকাপের আইন অনুযায়ী কোন দেশ যদি নাম প্রত্যাহার করে নেয় সেক্ষেত্রে নতুন কোন দেশ অংশ নিতে পারবে ফুটবলের মহাযুদ্ধে। তবে অংশগ্রহণের শর্ত পূরণ করা কোন দলকে বাদ দিয়ে নতুন দলকে যুক্ত করার কোন আইন এখন পর্যন্ত প্রণয়ন করেনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
Comments