বিশ্বকাপে পর্তুগালের অধিনায়ক রোনালদো, স্কোয়াডে নেই সানচেস-মৌতিনহো

ছবি: রয়টার্স

২০২২ কাতার বিশ্বকাপের অংশ নিতে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পর্তুগাল। প্রত্যাশিতভাবে স্কোয়াডে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। মরুর বুকে আসন্ন ফুটবলের মহাযজ্ঞে তার কাঁধেই থাকবে পর্তুগিজদের নেতৃত্বভার। তবে দলে জায়গা হয়নি রেনাতো সানচেস ও জোয়াও মৌতিনহোর।

বৃহস্পতিবার রাতে পর্তুগালের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ ফার্নান্দো সান্তোস। রোনালদোর পাশাপাশি স্কোয়াডে আছেন তার ক্লাব সতীর্থ দিয়োগো দালত ও ব্রুনো ফার্নান্দেস। ইংলিশ প্রিমিয়ার বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির জোয়াও কানসেলো, রুবেন দিয়াস ও বার্নার্দো সিলভা অনুমিতভাবেই জায়গা পেয়েছেন। ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারী পিএসজিরও তিন ফুটবলারকে ডেকেছেন সান্তোস। তারা হলেন নুনো মেন্দেস, দানিলো পেরেইরা ও ভিতিনহা। আতলেতিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্স ও এসি মিলানের রাফায়েল লেয়াওকেও রাখা হয়েছে।

ইংলিশ ক্লাব উলভসের সবচেয়ে বেশি চারজন সুযোগ পেয়েছেন পর্তুগালের স্কোয়াডে। তারা হলেন জোসে সা, মাথেউস নুনেস, রুবেন নেভেস ও পেদ্রো নেতো। এছাড়া, দুই পর্তুগিজ ক্লাব পোর্তো ও বেনফিকা থেকে ডাকা হয়েছে যথাক্রমে দিয়োগো কস্তা ও পেপে এবং জোয়াও মারিও ও রাফা সিলভাকে।

চলতি মৌসুমের শুরুতে লিল থেকে পিএসজিতে পাড়ি জমান সানচেস। কিন্তু অধিকাংশ ম্যাচে শুরুর একাদশে জায়গা মিলছে না তার। নিয়মিত না খেলার কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন পর্তুগালের জার্সিতে ৩২ ম্যাচ খেলা এই মিডফিল্ডার। সান্তোসের বিবেচনায় উলভসের মৌতিনহোও উতরে যেতে পারেননি। ফলে জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৬ ম্যাচ খেলা এই অভিজ্ঞ তারকার বিশ্বকাপে খেলা হচ্ছে না।

আসন্ন বিশ্বকাপে 'এইচ' গ্রুপে খেলবে পর্তুগাল। আগামী ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে সান্তোসের শিষ্যরা। এই গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ে।

পর্তুগাল ফুটবল স্কোয়াড:

গোলরক্ষক: দিয়োগো কস্তা (পোর্তো), রুই প্যাত্রিসিও (রোমা), জোসে সা (উলভস);

ডিফেন্ডার: জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), দিয়োগো দালত (ম্যানচেস্টার ইউনাইটেড), নুনো মেন্দেস (পিএসজি), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), তিয়াগো দিয়ালো (লিল), পেপে (পোর্তো), রাফায়েল গেরেরা (বরুশিয়া ডর্টমুন্ড), দানিলো পেরেইরা (পিএসজি);

মিডফিল্ডার: জোয়াও পালহিনহা (ফুলহ্যাম), মাথেউস নুনেস (উলভস), উইলিয়াম কারভালহো (রিয়াল বেতিস), রুবেন নেভেস (উলভস), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও মারিও (বেনফিকা), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ভিতিনহা (পিএসজি);

ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড), পেদ্রো নেতো (উলভস), রাফা সিলভা (বেনফিকা), রাফায়েল লেয়াও (এসি মিলান), রিকার্দো হোর্তা (ব্রাগা)।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues gazette notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

1h ago