সালমানকে নিয়েই সৌদি আরবের বিশ্বকাপ দল

Salman Mohammed Al-Faraj
চোট থাকলেও সৌদি আরবের দলে আছে সালমান আল ফারাজ। ফাইল ছবি: সংগ্রহ

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর দল ঘোষণা করেছে সৌদি আরব। সৌদি পেশাদার লিগের দল আল হিলাল মিডফিল্ডার সালমান আল ফারাজ চোটে ভুগলেও তার ঠাই হয়েছে এই দলে। জাতীয় দলের নেতৃত্বের দায়ভারও থাকছে তার কাঁধে।

এর আগে রোববার আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলার সময় কাঁধে চোট পান সালমান। তবে মূল আসরের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী সৌদি কোচ হার্ভে রেনাঁ। সামাজিক মাধ্যম টুইটারে প্রকাশিত সৌদি দলের এক ভিডিওতে এসব জানান তিনি।

হার্ভে বলেন, 'সালমানকে নিয়ে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি সব সৌদি ভক্তের মতোই ভেবেছিলাম যখন সে পড়ে গেল ও খেলা চালিয়ে যেতে পারল না। তার কাঁধে কিছু একটা বোধ করছিল সে। ব্যাথা আছে তবে আগামী কয়েকদিনে এটা সেরে যাবে।'

কাতারে সি গ্রুপে লড়বে সৌদি। সেই গ্রুপে তাদের প্রতিপক্ষ শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা আর্জেন্টিনা, পোল্যান্ড ও মেক্সিকো। ফলে আন্ডারডগ হয়েই আসর শুরু করবে আরব দলটি।

কাতার বিশ্বকাপের সৌদি দল

গোলরক্ষক: মোহাম্মদ আল-ওয়াইস (আল-হিলাল), নাওয়াফ আল-আকিদি (আল-নাসর), মোহাম্মদ আল-ইয়ামি (আল-আহলি)

ডিফেন্ডার: ইয়াসির আল-শাহরানি (আল-হিলাল), আলী আল-বুলাইহি (আল-হিলাল), আবদুল্লাহ আল-আমরি (আল-নাসর), আবদুল্লাহ মাদু (আল-নাসর), হাসান তাম্বকতি (আল-শাবাব), সুলতান আল -ঘানম (আল-নাসর), মোহাম্মদ আল-ব্রেক (আল-হিলাল), সৌদ আবদুলহামিদ (আল-হিলাল)

মিডফিল্ডার: সালমান আল-ফারাজ (আল-হিলাল), রিয়াদ শারাহিলি (আভা), আলী আল-হাসান (আল-নাসর), মোহাম্মদ কান্নো (আল-হিলাল), আবদুল্লাহ আল-মালকি (আল-হিলাল), সামি আল-নাজেই (আল-নাসর), আবদুল্লাহ ওতাইফ (আল-হিলাল), নাসের আল-দাওসারী (আল-হিলাল), আবদুল রহমান আল-আবউদ (ইত্তিহাদ), সালেম আল-দাওসারী (আল-হিলাল), হাতান বাহেবরি (আল-শাবাব)

ফরোয়ার্ড: ফাহাদ আল-মুওয়াল্লাদ (আল-শাবাব), হাইথাম আসিরি (আল-আহলি), সালেহ আল-শেহরি (আল-হিলাল) ফিরাস আল-বুরাইকান (আল-ফাতেহ)

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago