আর্জেন্টিনা দেখিয়ে দিয়েছে যে তারা খুবই ভয়ঙ্কর: রদ্রিগো

ফুটবলপ্রেমীরা সব সময়ই মেতে থাকেন আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ নিয়ে। লাতিন আমেরিকার দুই পরাশক্তির মধ্যে কারা সেরা, সেই বিতর্কের নেই কোনো শেষ। আসন্ন কাতার বিশ্বকাপেও শিরোপার দৌড়ে অন্যতম ফেভারিট তারা।
ছবি: রয়টার্স

ফুটবলপ্রেমীরা সব সময়ই মেতে থাকেন আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ নিয়ে। লাতিন আমেরিকার দুই পরাশক্তির মধ্যে কারা সেরা, সেই বিতর্কের নেই কোনো শেষ। আসন্ন কাতার বিশ্বকাপেও শিরোপার দৌড়ে অন্যতম ফেভারিট তারা। ফুটবলের বিশ্ব আসরের প্রাক্কালে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর কণ্ঠে সমীহ ঝরল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইনদের নিয়ে।

গত ২০২১ সালের জুলাইতে কোপা আমেরিকার শিরোপা জিতে দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফাইনালে আনহেল দি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে উল্লাসে মাতে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের মঞ্চ ভিন্ন হলেও কোপা জয় করে মেসিবাহিনী নিজেদের সামর্থ্য ও যোগ্যতার প্রমাণ দিয়েছে বলে মনে করেন ২১ বছর বয়সী তরুণ রদ্রিগো।

স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড বলেন, 'এটা বিশ্বকাপ এবং এটা কঠিন। তবে কোপা আমেরিকা জিতে তারা (আর্জেন্টিনা) দেখিয়ে দিয়েছে যে তারা খুবই ভয়ঙ্কর।'

ব্রাজিলের ভক্তরা বুঁদ হয়ে আছেন 'মিশন হেক্সা'য় অর্থাৎ ষষ্ঠ শিরোপার খোঁজে। তবে রদ্রিগো মনে করেন, ঝুলিতে রেকর্ড পাঁচটি বিশ্বকাপ আছে বলেই যে সেলেসাওদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, এমন নয় বিষয়টা, 'আমাদের জার্সির ক্রেস্টে পাঁচটি তারা আছে, শুধু এই কারণে আমরা বেশি ফেভারিট নই। এটা নিশ্চিত যে শক্তিশালী দলগুলোর মধ্যে আমরাও আছি। তবে সেখানে (বিশ্বকাপে) আরও ভালো ভালো দল আছে।' 

বিশ্বকাপের মতো মঞ্চে কোনো একক ফেভারিট নেই বলেও মত দেন প্রথমবারের মতো ফুটবলের মহাযজ্ঞে খেলতে যাওয়া রদ্রিগো, 'একটি বিশ্বকাপে কোনো একক ফেভারিট থাকে না। কারণ, সেখানে আরও শক্তিশালী দল থাকে। কিন্তু আমরা জানি, আমাদের খুবই শক্তিশালী একটি দল আছে এবং বিশ্বকাপ জেতার জন্য যা যা প্রয়োজন তার সবই আছে।'

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে 'সি' গ্রুপে লড়বে আর্জেন্টিনা। অন্যদিকে, ব্রাজিল খেলবে 'জি' গ্রুপে। গ্রুপ পর্ব পার হতে পারলে এই দুই দলের দেখা হতে পারে নকআউট পর্বে।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

3h ago