'অস্ট্রেলিয়ায় এলে প্রচুর সম্মান ও ভালোবাসা দেওয়া হবে রোনালদোকে'

ম্যানচেস্টার ইউনাইটেডে সময়টা একদমই ভালো কাটছে না ক্রিস্তিয়ানো রোনালদোর। কোচ এরিক টেন হাগের সঙ্গে দ্বন্দ্বে বারবারই শিরোনাম হচ্ছেন পর্তুগিজ মহাতারকা। ক্লাবের প্রতিও বেশ নাখোশ আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। এই সুযোগে ৩৭ বছর বয়সী ফরোয়ার্ডকে নিজেদের ঘরোয়া লিগে টানতে চাইছে অস্ট্রেলিয়া।

সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে বোমা ফাটান রোনালদো। ম্যান ইউনাইটেড তাকে ধোঁকা দিয়েছে এমন অভিযোগ আনেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। পাশাপাশি দলটির কোচ টেন হাগের প্রতি তার কোনো সম্মান নেই বলেও উল্লেখ করেন তিনি। তবে অস্ট্রেলিয়ার কোনো ক্লাবে নাম লেখালে রোনালদোর ভালোবাসা ও সম্মানের কোনো কমতি হবে না বলে জানিয়েছেন ড্যানি টাউনসেন্ড।

অস্ট্রেলিয়ার পেশাদার ফুটবলের সর্বোচ্চ আসর 'এ' লিগের প্রধান নির্বাহী কর্মকর্তা টাউনসেন্ড বৃহস্পতিবার স্বদেশি গণমাধ্যমগুলোকে জানিয়েছেন, রোনালদো যদি ইউনাইটেড ছাড়েন, সেক্ষেত্রে তার এজেন্ট হোর্হে মেন্দেসকে আগাম প্রস্তাব দিয়ে রেখেছেন তিনি।

আমেরিকান গণমাধ্যম নিউজ কর্পকে টাউনসেন্ড বলেছেন, 'সে (রোনালদো) বলেছে ম্যানচেস্টার ইউনাইটেডে সে কোনো ভালবাসা ও সম্মান পাচ্ছে না। কিন্তু অস্ট্রেলিয়ায় এলে আমাদের পক্ষ থেকে তাকে প্রচুর সম্মান ও ভালোবাসা দেওয়া হবে। হয়তো অন্য প্রস্তাবগুলোর সঙ্গে আর্থিকভাবে আমরা পেরে উঠব না। কিন্তু অন্যভাবে আমরা পাল্লা দিতে পারি।'

রোনালদোর জাতীয় দলের সাবেক সতীর্থ নানি চলতি মৌসুমেই যোগ দিয়েছেন 'এ' লিগের দল মেলবোর্ন ভিক্টোরিতে। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো এখনও ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলা চালিয়ে গেলেও পরিস্থিতি বা ফর্ম কোনোটাই নেই তার পক্ষে। ফলে অস্ট্রেলিয়ার লিগের প্রধান নির্বাহী টাউনসেন্ডের এই প্রস্তাব তিনি কীভাবে নেন, সেটাই এখন দেখার।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

3h ago