মাশরাফির ভাবনায় কাতার-ইকুয়েডর ম্যাচ
বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।
কেবল প্রিয় দল আর প্রিয় তারকার খেলা উপভোগে সীমাবদ্ধ থাকছে না মাশরাফির এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচের ফলের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোন ম্যাচে কে জিতবে, কে হারবে বা কোন ম্যাচটি হবে ড্র। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে তাই থাকছে মাশরাফির সরব উপস্থিতি। প্রতি ম্যাচেই জানাবেন তার ভাবনার কথা।
মূলত ক্রিকেটার হলেও ফুটবল সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর রাখেন মাশরাফি। দিয়াগো ম্যারাডোনার খেলে দেখেই ফুটবল প্রীতি। ক্রিকেটের পাশাপাশি শখের বসে খেলেছেন ফুটবল প্রায় নিয়মিতই। ব্যস্ত জীবনে এখনও সুযোগ পেলেই খেলেন। তাই ফুটবল সম্পর্কে জানেনও বেশ ভালো।
কাতার বনাম ইকুয়েডর
কাতার দলটা আমি কখনো ফলো করিনি। খুব একটা জানা নেই। তবে ওরা স্বাগতিক আবার এশিয়ান চ্যাম্পিয়ন। তাই আমি ওদেরকেই এগিয়ে রাখব। তবে ইকুয়েডরও ভালো দল। লড়াই হবে।
Comments