বিশ্বকাপ চলাকালে জেলখানার কর্মীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল। এতে মগ্ন হয়ে পড়েছেন সকল শ্রেণী-পেশার ক্রীড়াপ্রেমীরা। ধরুন মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের কোন একটি ম্যাচ, পাহারা বাদ দিয়ে মনোযোগ দিয়ে মোবাইল ফোনে খেলা দেখছেন জেলখানার একজন নিরাপত্তারক্ষী। এই সুযোগে যদি কোন কয়েদি পালিয়ে যায় ব্যাপারটা কেমন হবে একবার ভাবুন তো!

এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য বিশ্বকাপ চলাকালে তাদের জেলখানার কর্মীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জুড়ে দিয়েছে আফ্রিকার দেশ উগান্ডা। 'গ্রেটেস্ট শো অন আর্থের' তুমুল উত্তেজনার সুযোগ কাজে লাগিয়ে কয়েদিরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য এই সিদ্ধান্ত নিয়েছে জেলখানা কর্তৃপক্ষ।

উগান্ডার জেলখানা কমিশনার জেনারেলের মুখপাত্র ফ্রাঙ্ক মায়ানজা বাইনে সোমবার বার্তা সংস্থা এএফপিতে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, '২০ নভেম্বর ২০২২ থেকে বিশ্বকাপ ফুটবল আরম্ভ হচ্ছে, ও এর উত্তেজনার কারণে আটককৃতরা পালিয়ে যেতে পারে। কর্মীরা মোবাইল ফোন নিয়ে কাজে আসতে পারবে না, কারণ সেগুলো মনোযোগ নষ্ট করে ও সতর্কতার মাত্রা কমিয়ে দেয়।'

পূর্ব আফ্রিকার দেশটিতে কয়েদিদের পালিয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। দেশটির অধিকাংশ জেলখানায় কয়েদির সংখ্যা ধারণক্ষমতার চেয়ে বেশি। ২০০৭ সালের সেপ্টেম্বরে উত্তর-পূর্ব উগান্ডার কারামোয়া অঞ্চলের একটি জেল থেকে ২০০ এর বেশি কয়েদি পালিয়ে গিয়েছিল। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী বর্তমানে ৬০০০ এর বেশি ব্যক্তি আটক রয়েছে দেশটির জেলখানাগুলোতে।

Comments

The Daily Star  | English

Israel-Iran conflict: what we know

International calls for restraint are multiplying, as fears grow the Middle East could be on the threshold of a broader conflict.

48m ago