ক্রোয়েশিয়া বনাম মরক্কো: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

ছবি: সম্পাদিত

গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া নামতে যাচ্ছে মাঠে। কাতারে আয়োজিত ফুটবলের সর্বোচ্চ আসরে নিজেদের প্রথম ম্যাচে তারা মোকাবিলা করবে মরক্কোকে। জ্লাৎকো দালিচের শিষ্যরা কেবল আগেরবারের সাফল্যের পুনরাবৃত্তির নয়, আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যাশায় থাকবে। অন্যদিকে, শক্তিশালী প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে মোকাবিলার আগে মরক্কো অনুপ্রেরণা নিচ্ছে সৌদি আরবের কাছ থেকে। গ্রিন ফ্যালকানরা চমক দেখিয়ে আগের দিন হারিয়ে দিয়েছে শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনাকে। মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগি তেমন কিছু করে দেখানোর জন্য শিষ্যদের উৎসাহ দিয়েছেন।

কাতার বিশ্বকাপের 'এফ' গ্রুপে ক্রোয়েশিয়া ও মরক্কো ম্যাচের ফল জানা যাবে শেষ বাঁশি বাজার পর। তবে তার আগে কাগজে-কলমে দুই দলের শক্তি, সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি তাদের সম্ভাব্য একাদশ ও ফর্মেশন তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

২৩ নভেম্বর, বাংলাদেশ সময় বিকাল ৪টা।

কোথায়?

আল-বাইত স্টেডিয়াম, আল-খোর, কাতার।

নজরে থাকবেন যারা

২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপের আগের আসরে সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্থাৎ গোল্ডেন বল জিতেছিলেন লুকা মদ্রিচ। রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ মিডফিল্ডারের ওপর এবারও অনেকখানি নির্ভর করবে ক্রোয়েশিয়া। তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন মাতেও কোভাচিচ ও মার্সেলো ব্রোজোভিচকে। তাদের সমন্বয়ে গঠিত মাঝমাঠ নিঃসন্দেহে চলতি বিশ্বকাপের অন্যতম সেরা।

মরক্কোর স্কোয়াডে রয়েছে সময়ের অন্যতম সেরা দুই ফুলব্যাক। রাইট-ব্যাক আশরাফ হাকিমি পিএসজিতে এবং লেফট-ব্যাক নুসাইর মাজরাউই বায়ার্ন মিউনিখে আলো ছড়িয়ে যাচ্ছেন। চেলসির উইঙ্গার হাকিম জিয়েখ যেকোনো রক্ষণভাগের জন্য মাথাব্যথার কারণ হতে পারেন। জাতীয় দলের জার্সিতে ৪৩ ম্যাচে ১৮ গোল রয়েছে তার নামের পাশে।

সম্ভাব্য একাদশ

ক্রোয়েশিয়া: (৪-৩-৩) লিভাকোভিচ; সোসা, গাভারদিয়ল, লভরেন, স্তানিসিচ; মদ্রিচ, কোভাচিচ, ব্রোজোভিচ; পেরিসিচ, ক্রামারিচ, ভ্লাসিচ।

মরক্কো: (৪-৩-৩) বোনো; মাজরাউই, সাইস, দারি, হাকিমি; আমরাবাত, আমাল্লাহ, উনাহি; জিয়েখ, এল-নেসিরি, বোফাল।

প্রেডিকশন

ক্রোয়েশিয়া ও মরক্কো দুই দলই আছে দারুণ ছন্দে। সবশেষ ছয় ম্যাচে অপরাজিত আছে ক্রোয়াটরা, মরক্কানরা হারের স্বাদ নেয়নি আগের পাঁচ ম্যাচে। ফিফা র‍্যাঙ্কিংয়েও খুব বেশি ব্যবধান নেই দুই দলের মধ্যে। ক্রোয়েশিয়ার অবস্থান ১২ নম্বরে, মরক্কো রয়েছে ২২তম স্থানে। ফলে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করতে পারেন ফুটবলপ্রেমীরা।

সম্ভাব্য স্কোর

ক্রোয়েশিয়া ২-১ মরক্কো

ম্যাচ ফ্যাক্টস:

১) অতীতে কেবল একবারই পরস্পরের মুখোমুখি হয়েছিল মরক্কো ও ক্রোয়েশিয়া। ১৯৯৬ সালে একটি প্রীতি টুর্নামেন্টের ওই ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়েছিল। পরে ক্রোয়াটরা টাইব্রেকারে ৭-৬ গোলে জিতেছিল।

২) আগের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল মরক্কো। দুটি ম্যাচ হেরেছিল তারা, ড্র করেছিল বাকিটিতে।

৩) একই আসরে ফাইনালের আগ পর্যন্ত অপরাজিত ছিল ক্রোয়েশিয়া। শিরোপা নির্ধারণী ম্যাচে তারা চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে পরাস্ত হয় ৪-২ গোলে।

৪) সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে কোনো গোল হজম করেনি মরক্কো। একই সময়ে প্রতিপক্ষের জালে তারা বল পাঠিয়েছে সাতবার।

৫) বিশ্বকাপে নিজেদের সবশেষ ১০ ম্যাচের নয়টিতেই হারের তিক্ত স্বাদ নিয়েছে মরক্কো।

৬) শেষ পাঁচ ম্যাচে তিনবার জাল অক্ষত রাখার পাশাপাশি ক্রোয়েশিয়া লক্ষ্যভেদ করেছে আটবার। এই সময়ে তারা হারিয়েছে বিশ্বকাপের শিরোপাধারী ফ্রান্স ও ডেনমার্কের মতো দলকে।

৭) ১৯৮৬ সালের বিশ্বকাপে শেষ ষোলোতে পৌঁছেছিল মরক্কো। সেবার ইংল্যান্ড, পোল্যান্ড ও পর্তুগালকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তখনও ক্রোয়েশিয়া নামক রাষ্ট্রের জন্ম হয়নি।

৮) ১৯৯৮ সালে বিশ্বকাপে প্রথমবার নাম লেখানোর পর এখন পর্যন্ত একবার করে সেমিফাইনাল ও ফাইনাল খেলেছে ক্রোয়েশিয়া। অভিষেকেই তারা অর্জন করেছিল তৃতীয় স্থান।

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

4h ago