সার্বিয়াকে মোকাবিলার আগে 'নার্ভাস' নন ব্রাজিল কোচ তিতে

বিশ্বকাপে বরাবরই ফেভারিট ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারও চোখ রাখছে শিরোপায়।
ছবি: এএফপি

বিশ্বকাপে বরাবরই ফেভারিট ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারও চোখ রাখছে শিরোপায়। তবে কাতারে চলমান আসরে ঘটে চলেছে একের পর এক অঘটন। যদিও সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সেলেসাও কোচ তিতে জানিয়েছেন তেমন চিন্তিত না থাকার কথা। আর নিজেদের গৌরবময় ইতিহাসের কারণে প্রত্যাশার চাপ থাকবেই, এটাও মেনে নিয়েছেন তিনি।

বিশ্বকাপের 'জি' গ্রুপের ম্যাচে লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। খেলাটি শুরু বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত একটায়।

২০২২ বিশ্বকাপে ছোট দলের কাছে শিরোপাপ্রত্যাশীদের পরাস্ত হওয়ার ঘটনা ঘটে গেছে একাধিকবার। সৌদি আরব হারিয়েছে অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে, জাপানে কুপোকাত হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ব্রাজিলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সার্বিয়া শক্তির বিচারে পিছিয়ে থাকলেও পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড় আছে তাদেরও। তবে নিজের পছন্দের দল গড়তে পেরেছেন বলে গত বিশ্বকাপের চেয়ে এবার বেশি আত্মবিশ্বাসী তিতে।

২০১৬ সালে ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়া তিতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, '(গত ২০১৮) রাশিয়া বিশ্বকাপের আগে আমাদের হাতে মাত্র দুই বছর ছিল দল গোছানোর জন্য। আমি (ব্রাজিলকে) সাহায্য করতেই এসেছিলাম। কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম। কারণ, (এবার) আমার সুযোগ ছিল মনমতো দল বানানোর।'

আর সেই কারণেই খুব একটা চিন্তিত নন বলে জানান ৬১ বছর বয়সী কোচ, 'এই কারণেই চার বছর আগের তুলনায় এবার আমার অনুভূতি সম্পূর্ণ অন্যরকম। আমি অতোটাও নার্ভাস নই। কারণ, সব কাজ করা হয়ে গেছে।'

ষষ্ঠ শিরোপার স্বপ্নে বিভোর ভক্তদের প্রত্যাশা মেটাতে পারবেন কিনা, এমন প্রশ্নে তার জবাব, 'চাপ থাকাটা স্বাভাবিক। ফুটবলে ব্রাজিলের ইতিহাস সবচেয়ে সমৃদ্ধ ও সেটার কারণেই চাপ তৈরি হয়। আমাদের কিছু খেলোয়াড় আছে যারা গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সুতরাং, আমরা এটা স্বাভাবিকভাবেই নেই। একটা বিশ্বকাপ জেতা আমাদের স্বপ্ন। চাপ এড়ানোর কোনো উপায় নেই।'

Comments

The Daily Star  | English
Default loans

High bad loans a 'big threat' to financial sector: BB

The central bank said in quarterly review on money and exchange rate

1h ago