বিশ্বকাপে ইতিহাস গড়লেন রোনালদো

খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় ক্রিস্তিয়ানো রোনালদোর চোখে দেখা গেল জল। সম্প্রতি ক্লাব ফুটবলের নানান ইস্যুতে বাজে সময় কাটছে তার। তবে রোনালদো মানেই তো রেকর্ডের হাতছানি। এবার বিশ্বকাপেও নেমেছিলেন সেরকম এক ইতিহাসের হাতছানিতে। এদিন বার কয়েক হতাশ হওয়ার পর অবশেষে এলো সেই মুহূর্ত। ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন তিনি।
বৃহস্পতিবার দোহার ৯৭৪ স্টেডিয়ামে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে 'এইচ' গ্রুপে ঘানার মুখোমুখি হয়েছে পর্তুগাল। ব্ল্যাক স্টারদের বিপক্ষে লক্ষ্যভেদ করে অনন্য কীর্তির মালিক হয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা।
ম্যাচের ৬৩তম মিনিটে ঘানার ডি-বক্সে বল পেয়ে গিয়েছিলেন ৩৭ বছর বয়সী রোনালদো। তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন ঘানার ডিফেন্ডার মোহাম্মেদ সালিসু। পেনাল্টি পায় পর্তুগাল। তা থেকে বিদ্যুৎ গতির শট জালে জড়িয়ে নেন তিনি।
এর আগে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে চারটি আসরে খেলেছেন রোনালদো। ১৭ ম্যাচে ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড করেছিলেন ৭ গোল। সবগুলোই এসেছে প্রথম রাউন্ডে। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিকও তিনি। পর্তুগালের জার্সিতে ২০০৩ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ১৯২ ম্যাচ খেলে ১১৮ গোল করেছেন তিনি।
জার্মানির মাটিতে ২০০৬ সালের বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েছিলেন রোনালদো। গ্রুপ পর্বে অ্যাঙ্গোলার বিপক্ষে ফুটবলের মহাযজ্ঞে অভিষেক হয়েছিল তার। ইরানের বিপক্ষে পরের ম্যাচে পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল পান তিনি। তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর ১৩২ দিন। ফলে তিনি হয়ে যান পর্তুগালের পক্ষে বিশ্বকাপে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার।
গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বেও আলো ছড়িয়ে চারবার নিশানা খুঁজে পেয়েছিলেন রোনালদো। স্পেনের সঙ্গে পর্তুগালের ৩-৩ ব্যবধানে ড্রয়ে দলের সবকটি গোল করেন। এতে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন তিনি।
Comments