ওয়েলস বনাম ইরান: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

কাতার বিশ্বকাপে উত্তেজনার হচ্ছে না কোন কমতি। নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিতে না পারা দুই দল ওয়েলস ও ইরান মুখোমুখি হবে শুক্রবার। গ্যারেথ বেলরা করেছিল ড্র এদিকে বড় হার নিয়ে মাঠ ছেড়েছিল ইরান।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

শুক্রবার, ২৫ নভেম্বর, বাংলাদেশ সময় বিকাল ৪টা

কোথায়?

আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান

নজরে থাকবেন যারা

ওয়েলসের ম্যাচ জিততে হলে সামনে থেকে নেতৃত্ব দিতে হতে হবে গ্যারেথ বেলকে। প্রথম ম্যাচে পেনাল্টি থেকে করা তার একমাত্র গোলেই জিতেছিল ইউরোপের দলটি।

ইরানের ভরসার বড় অংশজুড়ে থাকবেন মেহেদি তারেমি। ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এই ফরোয়ার্ড।

সম্ভাব্য লাইন আপ

ওয়েলস: (৩-৪-২-১): হেনেসি (গোলরক্ষক), মেফান, ডেভিস, রোডন, রবার্টস, রামসি, আমপাদু, উইলিয়ামস, উইলসন, বেল, মুর

ইরান: (৩-৫-২) হোসেইনি (গোলরক্ষক), পৌরালিগঞ্জি, চেশমি, মজিদ, সাফি, কারিমি, নুরোল্লাহি, এজাতোলাহি, মোহারামি, আজমাউন, তারেমি

প্রেডিকশন

কাগজে কলমে এগিয়ে থাকবে ওয়েলসই, তবে ইরানও সক্ষম গোল করতে। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাই বেশি।  

সম্ভাব্য স্কোর:

ইরান ১-২ ওয়েলস

অন্যান্য পরিসংখ্যান

১) বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে ওয়েলস এবং ইরান

২) এর আগে ১৯৭৮ সালে দুই দলের মধ্যকার একমাত্র প্রীতি ম্যাচে ফিল ডোয়ায়ারের গোলে ইরানকে ১-০ গোলে হারিয়েছিল ওয়েলস।

৩) এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলছে ওয়েলস। এর আগে অতীতে ১৯৫৮ সালের আসরে তারা পৌঁছেছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত।

৪) বড় টুর্নামেন্টে গ্যারেথ বেলের চেয়ে বেশি গোল করেননি কোনো ওয়েলস খেলোয়াড়, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ দিকে পেনাল্টি থেকে গোল দিয়ে চারটি আসরে গোল দেন ওয়েলস অধিনায়ক।

৫) ইরান তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে।

৬) ইরান কখনোই গ্রুপ পর্ব অতিক্রম করতে পারেনি।  বিশ্বকাপে তাদের শেষ ১১টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে, চার বছর আগে মরক্কোর বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছিল দলটি।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

1h ago