আমাদের হয় জিততে হবে, নয় জিততে হবে: মেসি

ছবি: এএফপি

টানা ৩৬ ম্যাচ অপরাজিত। গায়ে ফেভারিটের তকমা। রীতিমতো আকাশে উড়ছিল আর্জেন্টিনা। কিন্তু মাত্র এক ম্যাচেই উড়ে গেছে তাদের স্বস্তি! দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরাদের দ্বিতীয় রাউন্ডে ওঠাই এখন অনিশ্চয়তার মুখে। মেক্সিকোর বিপক্ষে সামনের ম্যাচটি তাদের জন্য একরকম বাঁচা-মরার লড়াই। তার আগে দলটির অধিনায়ক লিওনেল মেসি বললেন, জয়ের কোনো বিকল্প দেখছেন না তিনি।

কাতার বিশ্বকাপের 'সি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে খেলা শুরু হবে শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।

গত মঙ্গলবার জোর ধাক্কা খায় লিওনেল স্কালোনির শিষ্যরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে উজ্জীবিত সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হেরে যায় তারা। শুরুতে রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসি লিড পাইয়ে দিয়েছিলেন আর্জেন্টিনাকে। কিন্তু বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে তারা। এরপর লম্বা সময় পেলেও জালের ঠিকানা খুঁজে পায়নি দলটি। ফলে জয় তো দূরে থাক, সমতাতেও ফিরতে পারেনি তারা। বিবর্ণ পারফরম্যান্সে তাদের মাঠ ছাড়তে হয় একরাশ হতাশা নিয়ে।

গ্রুপ পর্বের বাধা পেরোনোর পথ কঠিন হয়ে গেছে আর্জেন্টিনার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগে ৩৫ বছর বয়সী মেসি বলেছেন, জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তারা, 'আমাদের হয় জিততে হবে, নয় জিততে হবে।'

সৌদির কাছে হারের পর আলবিসেলেস্তেদের মুখে মুখে ফিরছে ভুল করার কথা। মেক্সিকোর বিপক্ষে সেটার পুনরাবৃত্তি করতে চাইছেন না মেসি, 'ভুলগুলো শুধরে নেওয়ার দায়িত্ব আমাদের ওপর। আর আমাদেরকে নিজেদের মৌলিক বিষয়গুলোতে ফিরে যেতে হবে।'

বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে তিনবার খেলেছে আর্জেন্টিনা। প্রতিবারই তারা জয় পেয়েছে। প্রায় খাদের কিনারায় পৌঁছে যাওয়ায় এই পরিসংখ্যান থেকে অনুপ্রেরণা নিতে পারে স্কালোনির দল।

চমক দেখিয়ে 'সি' গ্রুপের শীর্ষে আছে সৌদি আরব। তাদের পয়েন্ট ৩। সমান ১ পয়েন্ট করে নিয়ে দুই ও তিনে রয়েছে যথাক্রমে পোল্যান্ড ও মেক্সিকো। তলানিতে থাকা আর্জেন্টিনার পয়েন্টের ঝুলি শূন্য।

Comments

The Daily Star  | English
Amir Khasru Mahmud Chowdhury

People didn't sacrifice to give responsibilities to any 'Great Man': Amir Khasru

"Whichever government is elected by votes will be accountable to the people"

48m ago