ফার্নান্দেজও ভেবেছিলেন গোলটি রোনালদোর

বাঁ প্রান্ত থেকে ব্রুনো ফার্নান্দেজের ক্রস। লাফিয়ে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। বল দূরের পোস্ট ঘেঁষে খুঁজে নিল জাল। তখন রীতিমতো বুনো উল্লাস শুরু করলেন রোনালদো। দেখে মনে হচ্ছিল গোলটি করেছেন এ ম্যানচেস্টার ইউনাইটেড তারকাই। এমনকি গোলদাতা ব্রুনো ফার্নান্দেজও ভেবেছিলেন এমনটাই।

ঘটনাটি সোমবার রাতে ফিফা বিশকাপের 'এইচ' গ্রুপের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ৫৪তম মিনিটের। সেই গোলের পর রোনালদোর বুনো উদযাপনের কারণে প্রথমে স্কোরবোর্ডে রোনালদোর নাম দেওয়া হলেও ফার্নান্দেজকে সেই গোল দেওয়া হয়। স্টেডিয়ামে ঘোষণা করা হয়, এ মিডফিল্ডারের নাম।

তখন কিছুটা বিস্মিত হয়ে যান খোদ রোনালদোও। মাথা দেখিয়ে বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন হেডটা দিয়েছেন তিনিই। তবে গোল যারই হোক শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। তাতে তৃতীয় দল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে দলটির।

ম্যাচ শেষে ফার্নান্দেজও বলেছেন একই কথা, 'আমি এটা ক্রিস্তিয়ানোর গোল ভেবেই উদযাপন করেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল সে বল স্পর্শ করেছে, আমার লক্ষ্যই ছিল তার জন্য বলটি ক্রস করা। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল আমরা পরের রাউন্ডে যেতে পেরেছি এবং খুব কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ জয় পেয়েছি।'

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আগের দিন ঘানার বিপক্ষে দারুণ লড়েও হেরেছে দলটি। তাদের বিপক্ষে লড়াইটা কঠিন হবে বলে মনে করেন ফার্নান্দেজ, 'আমরা জানি আমরা দারুণ দক্ষ একটি সংগঠিত দলের বিপক্ষে খেলব, যেমনটি আমরা তাদের ম্যাচে দেখেছি। আমরা ভিন্ন সময়ে খেলেছি, ফলে আমরা দক্ষিণ কোরিয়ার ম্যাচ দেখতে পেরেছি। আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ জেতা এবং আমাদের সামনে একটি ম্যাচ আছে।'

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

34m ago