ইরান-ইংল্যান্ড-নেদারল্যান্ডসের ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।

কেবল প্রিয় দল আর প্রিয় তারকার খেলা উপভোগে সীমাবদ্ধ থাকছে না মাশরাফির এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচের ফলের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোন ম্যাচে কে জিতবে, কে হারবে বা কোন ম্যাচটি হবে ড্র। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে তাই থাকছে মাশরাফির সরব উপস্থিতি। প্রতি ম্যাচেই জানাবেন তার ভাবনার কথা।

মূলত ক্রিকেটার হলেও ফুটবল সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর রাখেন মাশরাফি। দিয়াগো ম্যারাডোনার খেলে দেখেই ফুটবল প্রীতি। ক্রিকেটের পাশাপাশি শখের বসে খেলেছেন ফুটবল প্রায় নিয়মিতই। ব্যস্ত জীবনে এখনও সুযোগ পেলেই খেলেন। তাই ফুটবল সম্পর্কে জানেনও বেশ ভালো।

নেদারল্যান্ডস বনাম কাতার

কাতার দুই ম্যাচে হেরে এরমধ্যেই বিদায় নিয়েছে। ওদের হারাবার আর কিছু নেই। অন্তত একটা জয় বা এক পয়েন্ট নেওয়ার জন্য লড়তে হবে। প্রথম ম্যাচে সে অর্থে ভালো না খেললেও আগের ম্যাচে খুব একটা খারাপ খেলেনি। তবে নেদারল্যান্ডস অনেক শক্তিশালী দল। অভিজ্ঞতাও অনেক। শেষ পর্যন্ত ওরাই জিতবে মনে হয়।

ইকুয়েডর বনাম সেনেগাল

ইকুয়েডর আগের দুটি ম্যাচেই ভালো খেলেছে। আজকেও এমন একটা ম্যাচই খেলবে বলে আশা করছি। তবে সেনেগালও খারাপ খেলেনি। প্রথম ম্যাচে একেবারের শেষ দিকে এসে গোল খেয়েছে। লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। মনে হচ্ছে ম্যাচটা ড্র হয়ে যাবে। 

ইরান বনাম যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আগের ম্যাচে ইরান জিতেছে। তবে এবার আমরা ওদের দুই ম্যাচে দুই রকম দেখেছি। দ্বিতীয় ম্যাচে যেমন খেলেছে প্রথম ম্যাচে তার উল্টো। আমার ধারণা এই ম্যাচে দারুণ লড়বে ইরান। তবে যুক্তরাষ্ট্র কিন্তু শক্তিশালী দল। হয়তো বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের মতো খেলতে পারছে না। সমানে সমান লড়াই হবে বলে আশা করছি।

ইংল্যান্ড বনাম ওয়েলস

ওয়েলস প্রথম ম্যাচে ভালো খেলেছে। দ্বিতীয় ম্যাচে ততোটা ভালো খেলতে পারেনি। একই পরিস্থিতি ইংল্যান্ডেরও। তবে ইংলিশরা অনেক শক্তিশালী। নিয়মিত বিশ্বকাপ খেলে। অভিজ্ঞতাতেও অনেক এগিয়ে। তাই ম্যাচে এগিয়ে থাকবে ওরাই। তবে গ্যারেথ বেল ভালো খেললে আশা থাকবে ওয়েলসের।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

31m ago