অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

ফ্রান্স যদি তিউনিসিয়াকে হারিয়ে দেয় তাহলে ডেনমার্কের বিপক্ষে ড্র করলেও শেষ ষোলোর টিকিট পাবে অস্ট্রেলিয়া। তবে তিউনিসিয়া অঘটন ঘটিয়ে ফেললে টিকে থাকতে জয় পেতেই হবে গ্রাহাম আর্নল্ডের শিষ্যদের। ডেনমার্কের সামনেও সুযোগ, সকারুদের হারাতে পারলে নকআউট পর্বে যেতে পারে তাদেরও। 

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

বুধবার, ৩০ নভেম্বর, বাংলাদেশ সময় রাত ৯টা

কোথায়?

আল জানুব স্টেডিয়াম, আল ওয়াকরাহ

নজরে থাকবেন যারা

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা তিউনিসিয়ার বিপক্ষে গত ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে সকারুজরা। ডেনমার্কে হারাতে হলে জ্যাকসন আরভিন-ক্রেইগ গুডউইন-মিচেল ডিউকদের আবারও উপহার দিতে হবে দারুণ ফুটবল। সঙ্গে দৃঢ়তা দেখাতে হবে হ্যারি সাউটারকেও। 

ক্রিশ্চিয়ান এরিকসেনের সামনে শেষ সুযোগ নিজের সক্ষমতা ফুটিয়ে তোলার। সেই সঙ্গে ক্যাসপার ডলবার্গ, মিকেল ডামসগার্ডদের ফিনিশিংয়ে হতে হবে আরও পটু। রক্ষণে সাইমন কেয়ার, জোয়াকিম অ্যান্ডারসেনদেরও করলে চলবে না কোন ভুল।

সম্ভাব্য লাইন আপ

অস্ট্রেলিয়া: (৪-৫-১) রায়ান (গোলরক্ষক), বেহিস, সাউটার, কারাসিক, রোলস, মুয়, ম্যাকগ্রি, আরভিন, লেকি, গুডউইন, ডিউক 

ডেনমার্ক: (৩-৪-৩) স্মাইকেল (গোলরক্ষক), ক্রিস্টেনসেন, অ্যান্ডারসেন, কেয়ার, হজবার্গ, এরিকসেন, মাহেল, ক্রিস্টেনসেন, ডামসগার্ড, ডলবার্গ, ওলসেন

প্রেডিকশন

কাগজে কলমে ও শক্তির বিচারে এগিয়ে থাকবে ডেনমার্কই। তবে দুরন্ত অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলবে না। সব মিলিয়ে লড়াই হতে পারে হাড্ডাহাড্ডিও। তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে শেষ হাসি হাসার সম্ভাবনা বেশি থাকবে ডেনমার্কের।

সম্ভাব্য স্কোর:

ডেনমার্ক ২-১ অস্ট্রেলিয়া

অন্যান্য পরিসংখ্যান

১) অস্ট্রেলিয়া ও ডেনমার্ক এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। সবশেষ ২০১৮ বিশ্বকাপে লড়াই করেছিল দুই দল, ম্যাচটি ১-১ গোলের ড্রয়ে শেষ হয়েছিল। বাকি তিন ম্যাচের দুটিতে ডেনিশরা এবং একটিতে জয় পায় অস্ট্রেলিয়া।

২) ২০০৬ সালের পর দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকে কোয়ালিফাই করার কাছাকাছি অস্ট্রেলিয়া। বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। যদি তিউনিসিয়া ফ্রান্সকে হারিয়ে না দেয়, তাহলে ড্র করলেই শেষ ষোলোতে যাবে তারা।

৩) এখন পর্যন্ত চারবার দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছে ডেনমার্ক (১৯৮৬, ১৯৯৮, ২০০২ ও ২০১৮)। এরমধ্যে ১৯৯৮ সালে তারা কোয়ার্টার ফাইনালে খেলেছিল। এবার নকআউট পর্বে যেতে জিততেই হবে তাদের।

৪) নিজেদের শেষ পাঁচটি বিশ্বকাপ ম্যাচের কোনোটিই জিততে পারেনি ডেনমার্ক। চারটি ড্র ও একটি হার।

৫) বিশ্বকাপে শেষবার ডেনসরা একাধিক গোল করেছিল ২০১০ সালে ক্যামেরুনের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে।

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

1h ago