আগে আমরা তো পাস করি: ফ্রান্সের সামনে পড়া প্রসঙ্গে স্কালোনি

গ্রুপ পর্বে দ্বিতীয় হলে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে পড়বে আর্জেন্টিনা। সেক্ষেত্রে গত বিশ্বকাপের মতো হয়তো নকআউট পর্বের শুরুতেই বিদায় নিতে হতে পারে তাদের। কারণ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ধারাবাহিক পারফর্ম করেছে ফরাসিরাই। কিন্তু তার জন্যও অন্তত দ্বিতীয় তো হতে হবে আলবিসেলেস্তেদের। তাই প্রতিপক্ষ নিয়ে না ভেবে আগে নিজেদের নিয়ে ভাবছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

ফিফা বিশ্বকাপের 'সি' গ্রুপের সমীকরণটা বেশ জটিল হয়ে উঠেছে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের শীর্ষে রয়েছে পোল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান আর্জেন্টিনার। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে তিনে আছে সৌদি আরব। তলানিতে থাকা মেক্সিকোর পয়েন্ট ১। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা রয়েছে চারটি দলেরই। তবে পোলিশদের বিপক্ষে জিতলে কোনো সমীকরণই দেখতে হবে না আর্জেন্টিনাকে। হারলে বিদায়। তবে ড্র করলে মিলতে হবে হিসেব।

ম্যাচটি ড্র হলেও পরের পর্বে তারা জায়গা পাবে যদি মেক্সিকো-সৌদি আরব ম্যাচটাওও সমতায় শেষ হয়। এছাড়া, মেক্সিকো সৌদি আরবকে হারিয়ে দিলে এবং আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হলে গোল পার্থক্য আসবে বিবেচনায়। যাদের গোল ব্যবধান বেশি হবে, তারা পাবে দ্বিতীয় রাউন্ডের টিকিট। বর্তমানে আর্জেন্টিনার গোল ব্যবধান +১, মেক্সিকোর -২। পোলিশদের বিপক্ষে হারলে বিশ্বকাপ থেকে নিশ্চিতভাবেই ছিটকে যাবেন মেসিরা।

অর্থাৎ একটু উনিশ-বিশ হলেই প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হতে পারে আর্জেন্টিনাকে। এমন সমীকরণের সামনে থেকে দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ নিয়ে কীভাবে ভাববেন স্কালোনি। সংবাদ সম্মেলনে ফ্রান্সকে এড়াতে চান কি-না জানতে চাইলে বলেন, 'প্রথমে আমাদের পাস করতে হবে তারপর আমরা দেখব আমরা কাকে পাই। কাউকে অবমূল্যায়ন না করে, আগে আমাদের পাশ করতে হবে। কাকে পাওয়া যাবে এই সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে কেউ নেই।'

তবে গ্রুপ পর্ব পার হওয়ার রাস্তাটা সবার জন্যই অনেক জটিল মনে করছেন আর্জেন্টিনা কোচ। তবে মেক্সিকোর বিপক্ষে জয়ে নিজেদের আত্মবিশ্বাস বেড়েছে বলে জানান স্কালোনি, 'আমি আগেই বলেছিলাম যে এটা একটি কঠিন ও জটিল গ্রুপ, শেষ ম্যাচ পর্যন্ত সবাই ঝুঁকির মধ্যে আছে। আমরা মেক্সিকোর বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি এবং এটা আমাদের সাহায্য করবে।'

Comments

The Daily Star  | English

RMG leaders urge rate cuts, energy fixes as US tariffs loom

Industry leaders urged the government to urgently address these domestic constraints.

35m ago