স্পেন বনাম জাপান: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

স্পেনের শেষ ষোলো অনেকটাই নিশ্চিত, যদি না জাপান ও কোস্টারিকা ঘটায় আরও দুটি অঘটন। এদিকে ড্র করলেও সুযোগ থাকবে হাজিমে মরিয়াসুর শিষ্যদের, তবে সেক্ষেত্রে আসতে পারে গোল ব্যবধানের সমীকরণও। সর্বশেষ রাশিয়া বিশ্বকাপেও শেষ ষোলতে খেলা এশিয়ার দলটি আরও একবার বিশ্বকে চমকে দিতে করবে সব চেষ্টাই। 

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা

কোথায়?

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম, আল রাইয়ান

নজরে থাকবেন যারা

কোস্টারিকার বিপক্ষে দুরন্ত জয়ে আসর শুরু করলেও জার্মানদের বিপক্ষে তা ধরে রাখতে পারে নি তরুণ স্পেন। তবে আজ জাপানের বিপক্ষে আবারও ভয়ংকর হয়ে উঠতে পারেন গাভি, পেদ্রিরা। সঙ্গে দানি অলমো, ফেরান তোরেসরাও চাইবেন আবারও গোলবন্যা করে শেষ ষোলোতে পা রাখতে। 

জার্মান দৈত্য বধের দুই নায়ক রিতসু দোয়ান ও তাকুমা আসানোর দিকে আরও একবার চেয়ে থাকবেন জাপান ভক্তরা। রিয়েল সোসিয়েদাদের তাকেফুসা কুবোকেও মর্যাদা রাখতে হবে তার নামের। আক্রমণের ধারা বজায় রাখতে হিডেমাসা মরিতা, ইউতো নাগাতোমোদেরও ধরে রাখতে হবে গত ম্যাচের ফর্ম।

সম্ভাব্য লাইন আপ

স্পেন: (৪-৩-৩): সাইমন (গোলরক্ষক), কারভাহাল, তোরেস, লাপোর্তে, আলবা, পেদ্রি, রদ্রি, কোকে, তোরেস, মোরাতা, অলমো

জাপান: (৪-২-৩-১): গোন্ডা (গোলরক্ষক), ইয়ামানে, ইতাকুরা, ইয়োশিদা, নাগাতোমো, মরিতা, তানাকা, দোয়ান, কুবো, কামাদা, উয়েদা

প্রেডিকশন

এই ম্যাচে অঘটন ঘটাতে মরিয়া থাকবে জাপান। অন্যদিকে স্পেনও চেপে ধরতে পারে শক্তির বিচারে পিছিয়ে থাকা এশিয়ানদের। তবে কাতার বিশ্বকাপে অঘটন নিয়মিত ঘটনা, তাই ঘটতে পারে যেকোন কিছুই।

সম্ভাব্য স্কোর:

স্পেন ২-১ জাপান

অন্যান্য পরিসংখ্যান

১) বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হচ্ছে স্পেন ও জাপান। এর আগে দুই দলের একমাত্র লড়াইটি ছিল ২০০১ সালে একটি প্রীতি ম্যাচে। সে ম্যাচে ১-০ গোলে জয় পায় স্পেন।

২) ২০১০ সালে স্পেন বিশ্বকাপ জিতেছিল, যা তাদের একমাত্র সাফল্য। যেখানে তিনবার সর্বোচ্চ দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেতে পেরেছে জাপান।

৩) ম্যাচটি ড্র হলেও পরের রাউন্ডে উঠবে স্পেন। স্পেনকে হারাতে না পারলে জার্মানির কাছে কোস্টারিকা হারলে গোল ব্যবধানে নকআউট রাউন্ডে যেতে পারে জাপান।

৪) এখন পর্যন্ত ২০২২ বিশ্বকাপে আট গোল করে সর্বোচ্চ গোলদাতা স্পেন। এর মধ্যে সাতটি গোল করেছেন কোস্টারিকার বিপক্ষে তাদের প্রথম ম্যাচে।

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

4h ago