ঘানা বনাম উরুগুয়ে: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

সেনেগাল ও মরক্কোর পর আফ্রিকার তৃতীয় দেশ হিসেবে শেষ ষোলো নিশ্চিতের সুযোগ এবার ঘানার সামনে। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে হারলেও নিজেদের জাত চিনিয়েছিলেন আন্দ্রে আয়েউ-জর্দান আয়েউরা। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তবেই থেমেছিল দলটি। শেষ ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করতে পারলেই নকআউটে নাম লেখাবে অটো আডোর শিষ্যরা। অন্যদিকে লুইস সুয়ারেজদের সামনে শেষ সুযোগ নিজেদের নামের প্রতি সুবিচার করার, তবে পর্তুগালকে কোরিয়া হারিয়ে দিলে পার করতে হবে গোল ব্যবধানের জটিল সমীকরণও।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

শুক্রবার, ২ ডিসেম্বর, বাংলাদেশ সময় রাত ৯টা

কোথায়?

আল জানোব স্টেডিয়াম, আল ওয়াকরাহ

নজরে থাকবেন যারা

আয়েউ ভাতৃদ্বয় আবারও ত্রাতারূপে আবির্ভূত হবেন এমন স্বপ্নই দেখছেন ঘানা ভক্তরা। পাশাপাশি মোহাম্মেদ কুদুস, ওসমান বুকারিদেরও করতে হবে সুযোগের সদ্ব্যবহার। অ্যাতলেতিক বিলবাওয়ের ইনাকি উইলিয়ামসকেও রাখতে হবে নামের মর্যাদা। মাঝমাঠ ও রক্ষণেও আছেন থমাস পার্টে, ড্যানিয়েল আমার্টের মতো খেলোয়াড়রা। ফলে কোরিয়ার ম্যাচের সাফল্য ধরে রাখার স্বপ্ন দেখতেই পারে ঘানা।

উরুগুয়েকে জয়ের ধারায় ফেরাতে ফিনিশিং দুর্বলতা কাটাতে হবে সুয়ারেজ, ডারউইন নুনেজদের। রদ্রিগো বেন্তানকুর, ফেদেরিকো ভালভার্দেদেরও মাঝমাঠে হতে হবে দুর্দান্ত। ডিফেন্সে হোসে মারিয়া হিমেনেজকে ধরে রাখতে হবে ফর্ম।

সম্ভাব্য লাইন আপ

ঘানা: (৪-২-৩-১): আতি জিগি (গোলরক্ষক), ল্যাম্পটে, আমার্টে, সালিসু, মেনসাহ, সামেদ, পার্টে, জর্ডান, কুদুস, আন্দ্রে, উইলিয়ামস

উরুগুয়ে: (৪-৩-৩): রোচেত (গোলরক্ষক), অলিভেরা, ভারেলা, কোয়াতেস, হিমেনেজ, ভেচিনো, ভালভার্দে, বেন্তানকুর, দে আরাসেতা, নুনেজ, সুয়ারেজ।

প্রেডিকশন

কাগজে কলমে উরুগুয়ে সামান্য এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে না আফ্রিকানরাও। ফলে লড়াই হবে হাড্ডাহাড্ডি। শেষ হাসি হাসার সম্ভাবনা থাকবে ঘানারও। তাদের গতিশীল আক্রমণ ও মধ্যপ্রাচ্যের কন্ডিশনে মানিয়ে নেওয়ার সক্ষমতা এগিয়ে রাখবে তাদের।

সম্ভাব্য স্কোর:

ঘানা ২-১ উরুগুয়ে

অন্যান্য পরিসংখ্যান

১) বিশ্বকাপে এর আগে একবার মুখোমুখি হয়েছিল ঘানা ও উরুগুয়ে। ২০১০ সালের বিশ্বকাপে শেষ ষোলোতে ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ ড্র হওয়ার পর টাই-ব্রেকারে ৪-২ ব্যবধানে জিতেছিল উরুগুয়ে।

২) বিশ্বকাপে টানা দুটি ম্যাচে একবারই জিতেছিল ব্ল্যাক স্টাররা। ২০০৬ সালে পরপর চেক প্রজাতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতেছিল তারা।

৩) ১৯৭৪ সালে সুইডেনের বিপক্ষে ৩-০ গোলে হারের পর উরুগুয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে হারেনি।

৪) ঘানা তাদের শেষ নয়টি বিশ্বকাপে ক্লিন শিট রাখতে পারেনি।

৫) ঘানার দুটি গ্রুপ ম্যাচে ১০টি গোল হয়েছে। তারা পর্তুগালের বিপক্ষে পাঁচ গোলের থ্রিলারের ২-৩ ব্যবধানে হারে। এরপর দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারায় তারা। ছয়টি ম্যাচ জয়হীন থাকার পর আসে এ সাফল্য।

৬) উরুগুয়ে এবারের আসরে এখনও গোল করতে পারেনি।

৭) শেষ ছয়টি বিশ্বকাপের একটিতে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে উরুগুয়ে।

Comments

The Daily Star  | English

Step up diplomacy as US tariff clock ticks away

Bangladesh must intensify trade diplomacy to protect garment exports from steep US tariffs as the clock runs down on a three-month reprieve, business leaders warned yesterday.

10h ago