ব্রাজিল-ক্যামেরুন ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।

কেবল প্রিয় দল আর প্রিয় তারকার খেলা উপভোগে সীমাবদ্ধ থাকছে না মাশরাফির এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচের ফলের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোন ম্যাচে কে জিতবে, কে হারবে বা কোন ম্যাচটি হবে ড্র। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে তাই থাকছে মাশরাফির সরব উপস্থিতি। প্রতি ম্যাচেই জানাবেন তার ভাবনার কথা।

মূলত ক্রিকেটার হলেও ফুটবল সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর রাখেন মাশরাফি। দিয়াগো ম্যারাডোনার খেলে দেখেই ফুটবল প্রীতি। ক্রিকেটের পাশাপাশি শখের বসে খেলেছেন ফুটবল প্রায় নিয়মিতই। ব্যস্ত জীবনে এখনও সুযোগ পেলেই খেলেন। তাই ফুটবল সম্পর্কে জানেনও বেশ ভালো।

ঘানা বনাম উরুগুয়ে

দুইটা ম্যাচেই দুর্দান্ত লড়াই করেছে ঘানা। দুটি ম্যাচেই পাঁচ গোলের থ্রিলার। একবার জিতেছে, একবার হেরেছে। সবমিলিয়ে ভালো খেলছে দলটি। অন্যদিকে দারুণ দল থাকা সত্ত্বেও গত দুই ম্যাচে তেমন কিছুই করতে পারেনি উরুগুয়ে। মূলত ফিনিশিং দুর্বলতায় পেরে উঠছে না তারা। তবে এই ম্যাচে মরণকামড় দিতে পারে। তাই আমি এগিয়ে রাখছি ল্যাতিন দলটিকেই।

দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল

পর্তুগাল তো এরমধ্যেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে। দারুণ শক্তিশালী ওরা। হয়তো আজকে কিছু বেঞ্চের খেলোয়াড় পরীক্ষা করে দেখতে পারে। দক্ষিণ কোরিয়া গত ম্যাচে ভালো খেলেও হেরেছে। টিকে থাকতে হলে আজকে তো জয়ের বিকল্প নেই। তবে মনে হয় না পর্তুগালকে হারাতে পারবে।

সার্বিয়া বনাম সুইজারল্যান্ড

সার্বিয়া দলটা বিশ্বকাপের আগে কিন্তু ভালো খেলেছে। কিন্তু বিশ্বকাপে এসে তেমন সুবিধা করে উঠতে পারেনি। নকআউট পর্বে কোয়ালিফাই করতে হলে আজকে তো জিততেই হবে। সুইজারল্যান্ড একটা ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে আছে। এটা আত্মবিশ্বাস দিবে ওদের। তাই মনে হচ্ছে ম্যাচে এগিয়ে থাকবে সুইসরাই। 

ক্যামেরুন বনাম ব্রাজিল

ব্রাজিল এরমধ্যেই নকআউট পর্বে উঠেছে। আজকে হয়তো বেঞ্চ পরীক্ষা করে দেখবে। আর ওদের বেঞ্চও কিন্তু মারাত্মক শক্তিশালী। তাই পারফরম্যান্সে খুব একটা হেরফের হবে বলে মনে হয় না। ক্যামেরুনকে টিকে থাকতে ব্রাজিলকে হারাতেই হবে। শেষ পর্যন্ত কতোটুকু পারবে সেটা দেখার বিষয়। আমার মনে হয় ব্রাজিলই জিতবে ম্যাচটি।

Comments

The Daily Star  | English

No discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul Alam

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

39m ago