আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

পাকিস্তানি দর্শকদের ভারতের গ্যালারিতে দেখার আশায় বাবর

পাকিস্তান অধিনায়ক বাবর আজম আশা করছেন, পাকিস্তানের দর্শকদেরও দ্রুত ভিসা দিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হবে।

পাকিস্তানি দর্শকদের ভারতের গ্যালারিতে দেখার আশায় বাবর

Rohit Sharma & Babar Azam

চরম রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের দ্বি-পাক্ষিক সিরিজ বন্ধ অনেকদিন। কেবল বৈশ্বিক আসরে দেখা হয় দুদলের। এক দেশ খেলতে যায় না আরেক দেশে। এবার নানান জটিলতার পর বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছে পাকিস্তান দল অবশ্য পেয়েছে অন্যরকম পরিবেশ। যেখানে নেই বিষাক্ত বৈরিতার হাওয়া, আছে উষ্ণ ভালোবাসা।

তবে শুধু ক্রিকেটারদের নয় পাকিস্তান অধিনায়ক বাবর আজম আশা করছেন, পাকিস্তানের দর্শকদেরও দ্রুত ভিসা দিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হবে।

বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল শুরুতে হায়দরবাদ পৌঁছে খেলে দুটি প্রস্তুতি ম্যাচ। হায়দারাবাদ বিমানবন্দরে তাদের জন্য ছিল বিপুল আয়োজনে, হোটেলেও ছিল অভ্যর্থনার ব্যবস্থা।

বুধবার ক্যাপ্টেন্স ডেতে এই বিষয়ে আলোচনা উঠলে বাবর জানান তারা দারুণ পরিবেশ পেয়েছেন, ভক্তদেরও এমন সুযোগ দেখতে চান তিনি, 'হায়দারাবাদে যে ধরণের উষ্ণ অভ্যর্থনা আমরা পেয়েছি এয়ারপোর্ট থেকে হোটেল। এমনকি শেষ ম্যাচে মাঠেও তা ছিল দারুণ।'

'খুব ভালো হয় আমাদের ভক্তরাও যদি আসতে পারেন। আশা করছি প্রতি ম্যাচে প্রতি ভেন্যুতে আমরা সমর্থন পাব। সেদিকেই তাকিয়ে আছি।'

Comments

The Daily Star  | English

India, Pakistan agree to ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

2h ago