চাঁদপুরে একটি ইলিশ বিক্রি হলো ১৩ হাজার টাকায়

চাঁদপুর বড় স্টেশন মাছ বাজারে দুই কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে।

এই বাজারে এটি সর্বোচ্চ দামে একটি ইলিশ বিক্রির রেকর্ড।

আজ মঙ্গলবার সকালে প্রকাশ্যে নিলাম শুরু হলে অন্তত ৩০ জন খুচরা বিক্রেতা অংশ নেন।

আনোয়ার গাজীর আড়ৎ থেকে এই মাছ বাজারের খুচরা বিক্রেতা হারুন মোল্লা ১৩ হাজার ৩৯০ টাকায় কিনে নেন।

হারুন মোল্লা বলেন, 'এই বাজারে প্রথম এত বড় ইলিশ পাওয়া গেছে। আমার নির্দিষ্ট কিছু ক্রেতা আছেন ঢাকায়। তাদের কেউ মাছটি নিয়ে যাবেন।'

মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, 'চাঁদপুর মাছ বাজারে ইলিশের অনেকটা আকাল চলছে। প্রতিদিন যেখানে গড়ে ১০০ থেকে ১৫০ মণ ইলিশ আসার কথা, সেখানে বর্তমানে মাত্র পাঁচ থেকে ১০ মণের বেশি ইলিশ পাওয়া যাচ্ছে না।'

'এ কারণে দামও কমছে না। ইলিশ যেন এখন সোনার হরিণে পরিণত হয়েছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
July Declaration: Where is the roadmap for our future journey?

July Declaration: Where is the roadmap for our future journey?

Denigration of our Liberation War will never be acceptable

11h ago