আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

‘প্রতিহত’ শব্দই পছন্দ নয় আক্রমণাত্মক ইংল্যান্ডের

অধিনায়ক জস বাটলার তাই সোজা জানিয়ে দিলেন, প্রতিহত শব্দটিই পছন্দ করেন না তারা।

‘প্রতিহত’ শব্দই পছন্দ নয় আক্রমণাত্মক ইংল্যান্ডের

Jos Butler

সব সংস্করণেই আক্রমণ করে খেলতে পছন্দ করে ইংল্যান্ড। গত কয়েক বছরে ক্রিকেটের ভাষাও বদলে দিচ্ছে দলটি। যারা সব সময় আক্রমণ করতে চায় আক্রমণের শিকার হওয়া নিশ্চয়ই তাদেরকে মানায় না। অধিনায়ক জস বাটলার তাই সোজা জানিয়ে দিলেন, প্রতিহত শব্দটিই পছন্দ করেন না তারা।

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর রানার্সআপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বিশ্বকাপ। আহমেদাবাদে ম্যাচ শুরুর আগে দুই দলই জানিয়েছে তাদের অনেক ভাবনা।

প্রথম বল থেকেই পুরো ইনিংস জুড়ে আগ্রাসী ব্যাটিং ইংল্যান্ডের খেলাকে দিয়েছে ভিন্ন রঙ। এসব বিষয়ে বিস্তর প্রশ্নও আসে হরহামেশা। আক্রমণকারী ইংল্যান্ড যদি নিজেরাই আক্রমণের শিকার হয় তখন কি হবে উপায়? বাটলার জানালেন অন্যদের মতো প্রতিহতের নেতিবাচক ধারায় নেই তারা, আক্রমণ করেই আক্রমণের জবাব দেবেন, তাদের দলের অবস্থা এখন সে জায়গাতেই,  'আমরা সব সময় আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। প্রতিহত শব্দটি তার পছন্দ করি না। এটা কোন নির্দিষ্ট দলের জন্য প্রেরণা হতে পারে যখন তারা অমন অবস্থায় থাকবে। আমাদের জন্য এটি নয়।'

এসব কথায় প্রবল আত্মবিশ্বাস পাওয়া গেলেও আরেকটি বিশ্বকাপ জেতা যে অতি সহজ কিছু না সেটাও জানেন তিনি। বর্তমান চ্যাম্পিয়ন হলেও এবার শূন্য থেকেই শুরু করতে হচ্ছে, নতুন কিছুই করে দেখাতে চান তারা,  'অতীত অতীতই। আপনি চাইলেই ওটা করতে পারবেন না বা জায়গা চিরদিন ধরে রাখা যায় না। এটার জন্য কিছু করে দেখাতে হবে।'

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago