জরিমানার কবলে লঙ্কান দল

একে তো ম্যাচ হেরেছে বিশাল ব্যবধানে, তার উপর আবার জরিমানার কবলে পড়েছে শ্রীলঙ্কা। আইসিসি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০২ রানের হারের ম্যাচে স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে দলটিকে।
নির্দিষ্ট সময় থেকে দুই ওভার পেছনে থাকার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে শ্রীলঙ্কাকে। এই নিষেধাজ্ঞা আরোপ করেন ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের জাভাগাল শ্রীনাথ।
আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আর্টিকেল ২.২২ অনুসারে, প্রতি ওভার বিলম্বের জন্য তাদের ম্যাচ ফি এর ৫ শতাংশ জরিমানা করা হয় খেলোয়াড়দের।
তবে অধিনায়ক দাসুন শানাকা তাদের দোষ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং শহীদ সৈকত, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ অভিযোগ এই অভিযোগ করেছিলেন।
Comments