আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

উইনিং কম্বিনেশন ভেঙে এদিন বোলিংয়ের শক্তি বাড়িয়েছে বাংলাদেশ।

ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

বাংলাদেশ বনাম ইংল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ এক জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। অন্যদিকে ঠিক উল্টো অবস্থানে ইংল্যান্ড। প্রথম ম্যাচেই কিউইদের বিপক্ষে বড় হার। ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি। বাংলাদেশও চাইছে জয়ের ধারায় থাকতে। তবে দুই দলের এ ম্যাচে টস ভাগ্য গিয়েছে টাইগারদের পক্ষেই। আগে ফিল্ডিং বেছে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দলটি।

ভারতের ধর্মশালায় আইসিসি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

আফগানদের বিপক্ষে পাঁচ বোলার নিয়ে খেললেও ইংলিশদের বিপক্ষে এদিন একজন বোলার বাড়িয়েছে বাংলাদেশ। একাদশে ঢুকেছেন শেখ মেহেদী হাসান। অফস্পিনের পাশাপাশি ব্যাটিংও করতে পারেন তিনি। তাকে একাদশে আনতে বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে।

অন্যদিকে ঘুরে দাঁড়ানোর মঞ্চে এদিনও বেন স্টোকসকে পায়নি ইংল্যান্ড। চোটের কারণে গত ম্যাচেও খেলেননি তিনি। পরিবর্তন রয়েছে তাদের একাদশেও। রিস টপলিকে একাদশে নিয়ে পেস আক্রমণে আরও শক্তি বাড়িয়েছে দলটি। যে কারণে বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মঈন আলীকে।

গত ম্যাচের পর এই মাঠের আউটফিল্ড নিয়ে অনেক আলোচনা-সমালোচনাই হয়েছে। ডাইভ করার সময়, রান আপে ক্রিকেটারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিংই বটে। উইকেট ব্যাটিং সহায়ক। ৭ মিলিমিটার ঘাস ছিল, তা কেটে ৩ মিলিমিটার করা হয়েছে। ব্যাটিং শুরু করা অবশ্য কিছুটা কঠিন হবে, তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আরও ভালো হয়ে উঠবে। শুরুর দিকে পেসারদের সহায়তা থাকবে, তবে গতি কম হবে।

ধর্মশালায় আগের রাতে বেশ ভারি বৃষ্টি হয়েছে। তবে সকালে তার রেশ খুব একটা নেই। আলো ঝলমলে দিনে ম্যাচ নিয়ে নেই তেমন কোনো শঙ্কা।তবে রাতের বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে দিনের বাকি সময়ে কখনো মেঘলা ভাব দেখা দিতে পারে, হতে পারে ঝিরিঝিরি বৃষ্টি। তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।

Comments

The Daily Star  | English

Rangpur mob violence victims’ families decry police inaction

Four arrested, some culprits have gone into hiding, local police say

59m ago