স্ক্যান রিপোর্ট নিয়ে ধোয়াঁশা, পর্যবেক্ষণে থাকবেন সাকিব

চেন্নাইতে নিউজিল্যান্ডের কাছে বড় হারের সঙ্গে একটা নেতিবাচক পরিস্থিতিও পুনেতে সঙ্গে করে নিয়ে এসেছে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে ব্যাট করার সময় পেশিতে টান পড়া সাকিব আল হাসানকে ভুগছেন অস্বস্তিতে। এমআরআই করার পর তার অবস্থা পর্যবেক্ষণ করার কথা বললেও প্রতিবেদনে কি এসেছে তা আড়াল করা হচ্ছে।
শুক্রবার ৫১ বলে ৪০ রানের ইনিংসের এক পর্যায়ে পায়ের মাংসপেশিতে টান পড়ে বাংলাদেশ অধিনায়কের। এরপর ইনিংস বড় করতে পারেননি তিনি। ফিল্ডিংয়ে তাকে বেশিরভাগ সময় স্লিপে দাঁড়াতে দেখা যায়। যদিও পুরো দশ ওভারই বল করেন।
৮ উইকেটে হারা ম্যাচের পর স্থানীয় হাসপাতালে এমআরআই করা হয় সাকিবের। সেই পরীক্ষার রিপোর্ট কি এসেছে তা নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছে বিসিবি।
বিসিবির পাঠানো বিবৃতিতে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, 'সাকিব বাম পায়ে অস্বস্তি বোধ করেন ব্যাট করার সময়। তিনি পরে পুরো কোটা বোলিং ও ফিল্ডিং করেছন। খেলার পর তার এমআরআই করা হয়েছে। আমরা আগামী ম্যাচগুলোতে তার ফিটনেস পর্যবেক্ষণ করব। প্রতিদিন তার উন্নতি খতিয়ে দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেবো।'
শনিবার দলের সঙ্গেই পুনে এসেছেন সাকিব, বিমানবন্দরে থাকে স্বাভাবিক ফুরফুরে আমেজেই দেখা গেছে। পুনে এসে পরের ম্যাচের আগে অবশ্য লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার। শনিবার ভেন্যুতে আসা সাকিবরা রবি ও সোমবারও থাকবেন বিশ্রামে। মঙ্গল ও বুধবার অনুশীলন করে ভারতের বিপক্ষে চতুর্থ ম্যাচে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। হাতে যথেষ্ট সময় থাকায় সাকিবের চোট পুরো সেরে যাওয়ারই সম্ভাবনা প্রবল।
Comments