আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ভারতের বিপক্ষে খেলবেন তো সাকিব?

নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইতে ব্যাট করার সময় বাম পায়ের পেশিতে টান পড়েছিল সাকিব আল হাসানের। ম্যাচের পর পরই করা হয় এমআরআই স্ক্যান। কিন্তু রিপোর্টে কি এসেছে সেটাই এখন এক রহস্য।

পুনে থেকে

ভারতের বিপক্ষে খেলবেন তো সাকিব?

ভারতের বিপক্ষে সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইতে ব্যাট করার সময় বাম পায়ের পেশিতে টান পড়েছিল সাকিব আল হাসানের। ম্যাচের পর পরই করা হয় এমআরআই স্ক্যান। কিন্তু রিপোর্টে কি এসেছে সেটাই এখন এক রহস্য। একদিন পর বিসিবি বিবৃতি দিলেও তা ছিল অস্পষ্টতায় ভরপুর। এবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কথায় মিলল অনিশ্চয়তার সুর। 

চেন্নাই থেকে পুনে এসে টানা দুদিন ধরে বিশ্রামে আছে বাংলাদেশ দল। মঙ্গলবার থেকে শুরু হবে অনুশীলন। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুদিন নিজেদের প্রস্তুতির সুযোগ আছে। 

ফিজিওর ভাষ্যতে বিসিবি জানিয়েছিলেন, সাকিবের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিদিন বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে চোট কোন ধাপের তা আড়াল করা হয়। 

সোমবার টিম হোটেলে গণমাধ্যমের সামনে আসেন সুজন। সাকিবের বিষয়ে শুরুতেই জানতে চাওয়া হলে তিনিও রেখে দেন ধোঁয়াশা, 'সাকিব ভালো আছে, ব্যাথামুক্ত আছে। তবে এখনো যেহেতু মাঠে যায়নি, পুরো চিত্র বলা যাবে না। আমরা আশা করছি এই ম্যাচের আগে তাকে পাব।'

'যেহেতু টিআরের ব্যাপার। মাঠে না গেলে...আস্তে হাঁটা আর দৌড়ের মধ্যে অবশ্যই তফাৎ আছে। যেহেতু রান নিতে গিয়ে ব্যথা পেয়েছি। মাঠে গিয়ে দেখা যাবে। সে যদি স্বস্তিতে থাকে। সে চাচ্ছে খেলতে। নির্ভর করে ওর ফিটনেসের উপর।'

সাকিবের চোটের অবস্থা বিবেচনায় নিয়ে সতর্ক পথে হাঁটছে বিসিবি। ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর যদি তার চোট বেড়ে যায় তাহলে কোন ঝুঁকি নেওয়া হবে না। এক ম্যাচ খেলিয়ে সাকিবের ক্যারিয়ার হুমকিতে ফেলতে চান না বলেও জানালেন সুজন,  'টুর্নামেন্টের এখনো ছয়টা ম্যাচ বাকি আছে। আমরা চাই না একটা ম্যাচ খেলে সে পুরো টুর্নামেন্ট মিস করুক। এটা ডাক্তারের কল, ফিজিওর কল। সাকিব নিজেও হয়তবা বুঝবে। আমরা চাই না এটা খেলে তার ক্যারিয়ারের জন্য কোন ক্ষতি হোক। ফিজিও বিষয়টা দেখবে। যদি এমন হয় এই ম্যাচ তাকে ছাড়া খেলতে হবে তাহলে আমরা সেটাই করব।'
 

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

1h ago