আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

আমাদের হারানোর কিছু নেই: সাকিব

এই ম্যাচে হারলে প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে যাবে বাংলাদেশ।

আমাদের হারানোর কিছু নেই: সাকিব

এই ম্যাচে হারলে প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে যাবে বাংলাদেশ।
ছবি: এএফপি

পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন সাকিব আল হাসান। এই ম্যাচে হারলে প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে যাবে বাংলাদেশ। দলের অধিনায়ক টসের সময় জানিয়েছেন, তাদের হারানোর কিছু নেই।

মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছে চলমান আসরে ধুঁকতে থাকা দুই দল। ছয় ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে রয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। সমান ম্যাচে স্রেফ এক জয়ে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের অবস্থান নয়ে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার ব্যাখ্যায় সাকিব বলেন, 'আমরা আগে ব্যাট করব। উইকেট থেকে শুষ্ক মনে হচ্ছে। শেষ ম্যাচটা এখানেই খেলেছিলাম আমরা। উইকেট তখন মন্থর ছিল এবং টার্ন পাওয়া গিয়েছিল।'

টপ অর্ডারের কাছ থেকে ভালো শুরুর প্রত্যাশা রাখেন বাংলাদেশের অধিনায়ক, 'আমাদের হারানোর কিছু নেই। আমাদের প্রথম ১০ ওভারে ভালো খেলতে হবে। আশা করি, সেখান থেকে আমরা ভালো কিছু করতে পারব। আমরা যথেষ্ট ধারাবাহিক হতে পারিনি। আমরা কিছু কিছু সময়ে ভালো করলেও সম্মিলিতভাবে পারফর্ম করতে পারিনি এবং সেটা হতাশাজনক।'

স্থানীয় ক্রিকেটপ্রেমীদের কাছ থেকেও সমর্থন পাওয়ার আশাও জানান তারকা অলরাউন্ডার, 'সংস্কৃতির দিক থেকে এখানকার সঙ্গে ঢাকার খুব বেশি পার্থক্য নেই। তাই আশা করি, আমাদের প্রতি ভালো সমর্থন থাকবে।'

সাকিবের একটি প্রত্যাশা অবশ্য এরই মধ্যে ধুলায় মিশে গেছে। ছয় ওভারের মধ্যে দলীয় ২৩ রানে সাজঘরে ফিরে গেছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তানজিদ রানের খাতা খুলতে পারেননি। বাকি দুজনও দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হন।

Comments

The Daily Star  | English
Indian Padma Vibhushan industrialist Ratan Tata dies at 86

Ratan Tata passes away

India’s top industrialist and Tata Sons Chairman Emeritus Ratan Tata died in a hospital in Mumbai last night, the company said.

6h ago