আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ঘটনাবহুল ম্যাচ খেলে সাকিবকে ছাড়া পুনেতে বাংলাদেশ দল

দিল্লি থেকে বাংলাদেশ দল যখন আসছে পুনেতে, সাকিব তখন ধরছেন দেশের বিমান।

পুনে থেকে

ঘটনাবহুল ম্যাচ খেলে সাকিবকে ছাড়া পুনেতে বাংলাদেশ দল

সাকিবকে ছাড়া পুনেতে বাংলাদেশ দল
ছবি: একুশ তাপাদার

দিল্লিতে চরম নাটকীয়তা আর ঘটনায় ভরা ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর কিছুটা স্বস্তি নিয়েই পুনে আসার কথা ছিল বাংলাদেশ দলের। তবে অধিনায়ক সাকিব আল হাসান চোটে ছিটকে যাওয়ায় সেই স্বস্তি উবে গেছে। দিল্লি থেকে বাংলাদেশ দল যখন আসছে পুনেতে, সাকিব তখন ধরছেন দেশের বিমান। সাকিবের সঙ্গে আবার দেশে ফিরেছেন লিটন দাসও। তবে পারিবারিক প্রয়োজন সেরে তার পরে পুনেতে যোগ দেওয়ার কথা। 

দিল্লি থেকে আইসিসির ভাড়া করা বিমানে দুপুর দুইটায় পুনের উদ্দেশে যাত্রা করেন ক্রিকেটাররা। টানা হারতে থাকা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে আগের রাতে ম্যাচ জেতায় অনেকটা ফুরফুরে মেজাজে ছিলেন তারা।

পুনেতে পৌঁছে মঙ্গলবার পুরোপুরি বিশ্রাম বাংলাদেশ দলের। এমনকি বুধবারও অনুশীলন করার সম্ভাবনা কম। বৃহস্পতি ও শুক্রবার অনুশীলন করে শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন নাজমুল হোসেন শান্তরা।

সোমবার দিল্লিতে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে ইতিহাসের জন্ম দেয় বাংলাদেশ দল। তবে এতে তৈরি হয় চরম বিতর্কও। এভাবে ম্যাথিউসকে আউট করার সমালোচনায় মেতেছেন বিশ্ব ক্রিকেটের সাবেক অনেক তারকা।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘটনাবহুল ম্যাচে ৬৫ বলে ৮২ রানের ইনিংস খেলে দলের জয়ের নায়ক সাকিব। বিসিবি জানায় ওই ইনিংস খেলার পথেই নাকি বাম হাতের আঙুলে চোট পান সাকিব। খেলার পর এক্স-রে করে জানা যায় আঙুলে ধরেছে চিড়। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ তো বটেই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি।

এর আগে গত ১৯ অক্টোবর পুনেতে ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচেও চোটের কারণে খেলতে পারেননি সাকিব। এবার একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচেও সাকিবকে পেল না বাংলাদেশ। অনেকটা নীরবেই শেষ হয়ে গেল বিশ্বকাপ মঞ্চে সাকিবের পথচলা।

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

4h ago