সংসদীয় আসন বহালের দাবিতে রোববার বাগেরহাটে অবরোধ

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
এই দাবিতে আজ শনিবার বিকেলে জেলা বিএনপির নেতাকর্মীরা বাগেরহাট শহরে বিক্ষোভ মিছিল বের করেন। জেলা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
সেখানে নেতাকর্মীরা সমাবেশ করেন। বৃষ্টিকে উপেক্ষা করে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল, খাদেম নিয়ামুল নাসির ও আলাউদ্দিন হাদিউজ্জামান হিরোসহ অনেকে।
গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের একটি খসড়া প্রস্তাবে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে চারটি আসনের পরিবর্তে তিনটি আসন থাকবে। এর পর থেকে জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়।
বক্তারা বলেন, নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকেই আমরা চারটি আসন বহাল রাখার দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন গুরুত্ব দিচ্ছে না। বাধ্য হয়ে তাই আমরা অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।
তারা আরও বলেন, রোববার অবরোধ কর্মসূচি চলাকালে যদি চারটি আসন পুনর্বহালের ঘোষণা না আসে, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
অবরোধ চলাকালে দূরপাল্লার যান চলাচল ও দোকানপাট বন্ধ থাকবে বলে জানান তারা। অবরোধ সফল করতে সব দলের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান বক্তারা।
Comments