বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ

সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দুপুর বেড়ে যায় আরও। শেষ পর্যন্ত সে বৃষ্টি না থামলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ গেল ভেস্তে।
বুধবার ব্রিজবেনের অ্যালান বোর্ডার মাঠে বিশ্বকাপে মূল পর্বে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা ছিল টাইগারদের। কিন্তু এদিন উইকেট থেকে কাভার সরানোর সুযোগই হয়নি।
এর আগে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং লাইনআপ ছিল সেদিনও ব্যর্থ। বিশ্বকাপের আগে এদিন নিজেদের ফিরে পাওয়ার জন্য মরিয়া ছিল টাইগাররা। কিন্তু সে সুযোগ তাদের দিল না প্রকৃতি।
হোবার্টে আগামী সোমবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ এখন ও নির্ধারিত হয়নি। 'এ' গ্রুপে রানার্সআপদের মুখোমুখি হবে বাংলাদেশ।
আগামী শনিবার হোবার্টে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। দুই দিন ব্রিজবেনেই অনুশীলন করবে টাইগাররা।
Comments