কোহলি-রোহিতদের তুলনায় গম্ভীরের চোখে সুর্যকুমার-হার্দিকই সেরা
ক্রিকেটে তারকাদের নিয়ে বাড়াবাড়ি নতুন কিছু নয়। যা সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে দেখা গেছে একটু বেশিই। তবে ভক্ত ও মিডিয়ার এই সংস্কৃতি একেবারেই ভালো চোখে দেখছেন না গৌতম গম্ভীর। কেবল তারকাদের নিয়ে মাতামাতির ওপর ক্ষোভ ঝেড়ে ক্ষান্ত হননি তিনি, সুর্যকুমার যাদবের সঙ্গে করলেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের তুলনাও।
দুইবারের বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় টপ অর্ডার ব্যাটার মনে করছেন তারকাদের নিয়ে মাতামাতি না করে গোটা দলকে নিয়ে ভাবা উচিত সবার। আসন্ন ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতীয় গণমাধ্যম জিকে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, 'ভারতীয় ক্রিকেট নিয়ে কথা বলুন। আমাদের তারকাদের নিয়ে মাতামাতি বন্ধ করতে হবে। এমন কিছু থাকারই কথা ছিল না তবে মিডিয়া এদেরকে (তারকা) ব্র্যান্ড বানিয়ে ফেলেছে।'
এদিকে এখনও তারকাখ্যাতি না পাওয়া সুর্যকুমারে রীতিমতো মুগ্ধ সাবেক এই ব্যাটার। বিধ্বংসী এই টপ অর্ডারকে নিয়ে গম্ভীর বলেন, 'গত এক বছরে সবার চেয়ে ভালো ছিল তার পারফরম্যান্স। তবে তাকে নিয়ে আপনি একটি প্রশ্নও করলেন না। এটার কারণ হতে পারে অন্যান্যদের মতো তার সামাজিক মাধ্যমে অনেক অনুসারী নেই। পারফরম্যান্সের বিচারে সুর্যকুমার ও হার্দিক পান্ডিয়া সবার চেয়ে এগিয়ে।'
ভারতের দীর্ঘদিন আন্তর্জাতিক শিরোপা খরার কারণও বের করে ফেলেছেন গম্ভীর। এখানেও তিনি দায় দেখছেন তারকাপ্রীতির। বিশেষ করে বড় মঞ্চে যাবার আগে এমন সংস্কৃতি দলের জন্য বিপদ বয়ে আনে বলেই তার বিশ্বাস।
২০১১ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ করা এই সাবেক আরও বলেন, 'যখন ভারত দল বিশ্বকাপের জন্য যাত্রা করে আমাদের তারকাপ্রীতি বাদ দিতে হবে। দলকে ভালোবাসুন। ২০১১ এর পর ভারতের আর কোন আইসিসি ট্রফি জিততে না পারার এটা একটা কারণ।'
Comments