টপলির চোটে জন্য ‘উদ্ভট’ বাউন্ডারি লাইনকে দুষলেন স্টোকস
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অদ্ভুত সব চোট দেখা যাচ্ছে। গলফ খেলতে গিয়ে চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়েছে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো আর অস্ট্রেলিয়ার জস ইংলিসের। ইংলিশ পেসার রিস টপলির চোটটাকেও অদ্ভুত না বলে উপায় কি! ফিল্ডিং অনুশীলনের সময় বাউন্ডারি লাইনের ত্রিভুজ স্পঞ্জের সীমারেখায় পড়ে গোড়ালির চোটে পড়ে ছিটকে গেছেন তিনিও। তবে এই চোটের জন্য স্পঞ্জের সীমারেখার আকৃতিকে দায় দিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।
গত ১৯ অক্টোবর ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচ ছিল ইংল্যান্ডের। খেলার আগে মাঠে ফিল্ডিং অনুশীলন করছিলেন টপলি। হুট করে সীমানারেখায় পড়ে গোড়ালিতে চোট পান। এতে তার বা পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়। শেষ হয়ে যায় বিশ্বকাপও।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা টপলির বিশ্বকাপ থেকে এভাবে ছিটকে যাওয়া মেনে নিতে পারছেন না স্টোকস। সমালোচনা করেছেন সীমারেখার আকৃতির, 'এটা উদ্ভট। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এটার জন্য আমাদের একজন খেলোয়াড় ছিটকে গেল।'
স্পঞ্জের সীমারেখার আকৃতির ব্যাপারটা এখন কর্তৃপক্ষ দেখবে বলে আশা করেন স্টোকস, 'আমি নিশ্চিত এটা এমন একটা ব্যাপার যে কর্তৃপক্ষের দেখা উচিত।'
'সবার আগে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টা ভাবা উচিত। এটা খতিয়ে দেখা দরকার। টপলির এভাবে ছিটকে যাওয়ায় আমি বিধ্বস্ত। কারণ সবাই নিজের নামটা বড় মঞ্চে দেখতে চায়। '
স্টোকস চোট পাওয়ার ধরণে ক্ষুব্ধ হলেও ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ব্যাপারটা দেখছেন শান্ত মাথায়। তার কাছে মনে হচ্ছে এটা স্রেফ দুর্ঘটনা, 'আমার মনে হয় না এটা বড় কোন ইস্যু। সবাই আগে এরকম বাউন্ডারি রেখা ছাড়া খেলত, দৌড়ে বেড়ার দিকে যেতে হতো।'
টপলি বাদ পড়লেও ইংল্যান্ড এখনো বেশ শক্তিশালী। শনিবার প্রথম ম্যাচে তারা মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে।
Comments