‘চাপ’ নয় ‘চ্যালেঞ্জ’ শব্দটা ব্যবহার করতে চান রোহিত
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চরম উত্তাপ। উত্তেজনার পারদে দুই দলের ক্রিকেটারদের কাছেই এটি ভীষণ চাপের ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে আবারও মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দল। তবে এই লড়াইয়ের আগে 'চাপ' শব্দটি ব্যবহার করতে চান না ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বরং 'চ্যালেঞ্জ' শব্দটিতেই বেশি আগ্রহী। 'চ্যালেঞ্জিং' দল পাকিস্তানের বিপক্ষে পেশাদার ক্রিকেটে জিততে চান বাধা।
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে লড়বে ভারত-পাকিস্তান। কদিন আগে এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুদল। তাতে একটি করে জয় দুই দলেরই।
গত বছর দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে হারিয়ে দেয় পাকিস্তান। বিশ্ব আসরে ভারতের বিপক্ষে প্রথম জয়ও তাদের এটি।
গত বিশ্বকাপে হার, এশিয়া কাপ জিততে না পারার খেদ মিলিয়ে রোহিতদের এবার চাপ বেশিই থাকার কথা। তবে সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক চাপ শব্দটাতে তুললেন আপত্তি, 'দেখুন আমি চাপ শব্দটা ব্যবহার করতে চাই না কারণ চাপ হচ্ছে এমন একটি ব্যাপার যা কখনো বদল হয় না। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করব। আমি চ্যালেঞ্জ শব্দটা ব্যবহার করতে চাই বেশি করে। পাকিস্তান খুবই চ্যালেঞ্জিং দল। ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত যতগুলো পাকিস্তান দলের বিপক্ষে খেলেছি সবগুলো ভালো।'
টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াই কিংবা র্যাঙ্কিং বিচার করলে এগিয়ে থাকে ভারতই। তবে সেই হিসাব মাঠের ক্রিকেটে মিলবে এমন নিশ্চয়তা নেই। কাগজে কলমে কার শক্তি বেশি তারচেয়ে নির্দিষ্ট দিনে কারা কেমন খেলা তার উপরই নির্ভর করছে সব। এমনটাই মত রোহিতের, 'আমি নির্দিষ্ট দিনের উপর বিশ্বাস করি। নির্দিষ্ট দিনে যদি আপনি ঠিকমতো ভালো খেলেন, যেকাউকে হারাবে। গত কয়েক বছর ধরে এমনই চলছে। গত বিশ্বকাপে পাকিস্তান ভাল খেলেছে, আমাদের হারিয়েছে। এশিয়া কাপে তারা ভালো খেলেছে। আমরাও ভালো খেলেছি। আমরা প্রথম ম্যাচ জিতেছি, তারা দ্বিতীয়টি জিতেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ফাইনালের আগে ছিটকে গেছি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে।'
'ভাগ্য ভালো যে তাদের বিপক্ষে এশিয়া কাপে দুই ম্যাচ খেলেছি। এমনিতে তাদের বিপক্ষে আমাদের খেলা হয় না। কাজেই তারা কোন মনোভাব নিয়ে খেলে জানা হতো না। ওই দুই ম্যাচ তাই কাজে দিয়েছে। যদিও আমরা আমাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় পাইনি। কিন্তু বোঝাপড়ার জন্য ভালো ছিল ম্যাচগুলো।'
আইপিএলের কারণে কুড়ি ওভারের সংস্করণের জন্য প্রচুর ক্রিকেটার আছে ভারতে। মূল দলের বাইরে শক্তিশালী পাইপলাইন তাদের। এত মজবুত ভিত নিয়েও ২০০৭ সালের প্রথম আসরের পর আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি ভারতের। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আইসিসির কোন আসর জেতাতেও লম্বা বিরতি পড়ে গেছে। এবার শিরোপা খরা ঘোচানোরও চ্যালেঞ্জ ভারতের। তবে আগের না পারা সময়ের কথা ভেবে বর্তমানের ফোকাসটা নষ্ট করতে রাজী নন রোহিত, 'আমাদের ফোকাস হচ্ছে প্রতিনিয়ত কথা বলে নিজেদের নির্ভার রাখা। কোন কিছু নিয়ে চিন্তা না করা। হ্যাঁ ৯ বছর ধরে আমরা আইসিসির কোন ট্রফি জিতিনি। খেলোয়াড়দের মাথায় এটা আছে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এই তথ্য সরিয়ে রেখে নিজেদের কাজে মন দেয়া। আমার নিজের বিশ্বাস হচ্ছে যদি আপনি অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করেন তাহলে বর্তমানে মন দিতে পারবেন না। আমাদের বর্তমানে ফোকাস করা বেশি জরুরি।'
Comments