হারিস থাকায় বাড়তি সুবিধা দেখছেন বাবর
'হোম ভেন্যুতে' অনেকদিনই দেখা হয় না ভারত-পাকিস্তানের। আইসিসি বা এসিসি ইভেন্টে দুদলের দেখা হয় নিরপেক্ষ ভেন্যুতে। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত একজন পাকিস্তানি ক্রিকেটার পাচ্ছেন 'হোম ভেন্যুর' সুবিধা। হারিস রউফের কাছ থেকে পাওয়া সেই সুবিধা কাজে লাগাতে চায় পাকিস্তান।
বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেন হারিস। পাকিস্তানের হয়ে অভিষেকের আগেই বিগ ব্যাশ দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় বছরের অনেকটা সময় কাটে তার। সবচেয়ে যেখানে বেশি সময় পার করেন সেই মেলবোর্নেই এবার হবে ভারত-পাকিস্তানের লড়াই।
রোববার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজেদের পেস আক্রমণ নিয়ে বেশ স্বস্তির কথা শোনালেন বাবর আজম।
পাকিস্তান অধিনায়ক জানান ডানহাতি পেসার হারিস দলের বোলার ও ব্যাটারদের দিচ্ছেন কন্ডিশন সম্পর্কে ধারণা, 'অবশ্যই (হারিস থাকায় সুবিধা)। সে এখানে খেলে, এখানকার কন্ডিশন সম্পর্কে জানে। বিগ ব্যাশে এটা তার হোম গ্রাউন্ড। সে বোলারদের অনেক তথ্য দিতে পারবে, ব্যাটারদেরও তথ্য দিতে পারবে। শাহিনের অনুপস্থিতির সময়টায় ও বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছে, ঘাটতি বুঝতে দেয়নি। আমার মনে হয় ওর অভিজ্ঞতা দলকে সুবিধা দেবে।'
চোট থেকে ফিরেছেন শাহিন আফ্রিদি। নিজের চেনা মাঠে তেতে আছেন হারিস। তাদের সঙ্গে যোগ হতে পারেন নাসিম শাহ। সব মিলিয়ে নিজেদের পেস আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত বাবর, 'আমাদের দারুণ একটা পেস আক্রমণ রয়েছে। শাহিন (আফ্রিদি) দলে ফিরেছে। নাসিম ভাল বল করছে। হারিস রউফ বিগ ব্যাশ লিগে মেলবোর্নের দলের হয়ে খেলে। ও আমাদের এই মাঠ সম্পর্কে বুঝতে সাহায্য করেছে।'
রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
Comments