'কোহলিকে টুপিখোলা অভিনন্দন'
লক্ষ্য তাড়ায় ৩১ রানে চার উইকেট হারিয়ে অনেকটা খাঁদের কিনারে চলে গিয়েছিল ভারত। সেখান থেকে দলকে টেনে তুললেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। শুধু তাই নয়, নানা নাটকীয়তা শেষে দলকে এনে দিলেন অবিস্মরণীয় এক জয়ও। এমন এক ইনিংসের পর টুপিখোলা অভিনন্দন তো পেতেই পারেন এ ব্যাটার। আর তা দিতে সামান্য কৃপণতা করেননি অধিনায়ক রোহিত শর্মা।
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে প্রতিটি মুহূর্তই ছিল উত্তেজনায় ঠাসা। ম্যাচের চিত্র বদলেছে বারবার। কখনো পাল্লা হেলে পড়ে ভারতের দিকে, আবার কখনো পাকিস্তানের। তবে শেষ পর্যন্ত পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। পাকিস্তানের দেওয়া ১৬০ রানের লক্ষ্যে পৌঁছাতে শেষ বল পর্যন্ত খেলতে হয় তাদের। সেখানে কোহলি একাই খেলেন হার না মানা ৮২ রানের ইনিংস।
কোহলির ইনিংসটি ভাগ করা যেতে পারে দুই ভাগে। প্রথম ভাগে চার ব্যাটারকে হারানো ভারতের ইনিংসটা হার্দিক পান্ডিয়াকে নিয়ে মেরামত করেছেন। তখন ৪২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় করেন ৪৬ রান। দ্বিতীয় ভাগে যেন ভিন্ন কোহলি। ১১ বলেই তুলে নেন ৩৬ রান! মারেন ২টি চার ও ৩টি ছক্কা। তার এমন ইনিংসের পর সব শঙ্কা কাটিয়ে জয় পায় ভারতই।
এমন জয়ের পর ম্যাচশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কোহলিকেই কৃতিত্ব দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত, 'দুই খেলোয়াড়ই (কোহলি ও পান্ডিয়া) অনেক অভিজ্ঞ। শান্ত থাকা এবং ম্যাচকে যতটা সম্ভব কাছাকাছি নেওয়া ছিল খুব গুরুত্বপূর্ণ এবং তারা তা করেছিল। (জয় দিয়ে) শুরু আমাদের আত্মবিশ্বাসের জন্য ভালো, এবং আমরা যেভাবে জিতেছি, যেভাবে আমরা ফিরে এসেছি তা আমাদের জন্য আরও আনন্দদায়ক। বিরাটকে টুপিখোলা অভিনন্দন। ভারতের হয়ে খেলা তার সেরা ইনিংস বলতে হবে।'
কোহলি বন্দনায় শুধু ভারতীয় অধিনায়কই মাতেননি, মেতেছিলেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজমও। ভারতের জয়ের সব কৃতিত্ব দিলেন এ ব্যাটারকে। বাবরের ভাষায়, 'কঠিন একটি ম্যাচ। আমরা আমাদের বোলিংয়ে ভালো শুরু করেছি। তারপর সব কৃতিত্ব হার্দিক পান্ডিয়া এবং বিরাট কোহলির। তারা গতি পরিবর্তন করে দেয় এবং ভালোভাবে ম্যাচটি শেষ করে।... আমাদের একটা সুযোগ ছিল এবং আমরা ছেলেদের নিজেদের উপর বিশ্বাস রাখতে বলেছিলাম, কিন্তু আবারো বিরাট কোহলিকে কৃতিত্ব দিতে হয়।'
Comments