বাবরের অধিনায়কত্বের কঠোর সমালোচনায় হাফিজ
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের অধীনেই পাকিস্তান দলে ছিলেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেমেছে অনেকটা নীরবে। বাবরের সঙ্গে সম্পর্কেও বেশ দূরত্ব তৈরি হয় তার। সেটা এবার আরও বোঝা গেল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের জন্য অধিনায়ক বাবরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হাফিজ।
গেল রোববার মেলবোর্নে রোমাঞ্চকর ম্যাচে শেষ বলের উত্তেজনায় পাকিস্তানকে ৪ উইকেটে হারায় ভারত। বিরাট কোহলির অবিস্মরণীয় ইনিংসে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার দল।
এই হার পাকিস্তানের কাছে তীব্র ধাক্কা হয়ে এসেছে। দেশটির সাবেক ক্রিকেটাররা মেতেছেন নানামুখী আলোচনা, সমালোচনায়। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে হাজির হয়ে হাফিজ রাগ ঝেড়েছেন বাবরের উপর। তার মনে হয়েছে বড় মঞ্চে অধিনায়ক হিসেবে গড়বড় করছেন বাবর, 'বাবরের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করলে মনে হচ্ছে পাব হয়ে যাবে। এই নিতে টানা তিনটা বড় ম্যাচে বাবরের অধিনায়কত্বের ত্রুটি দেখা গেল। কিন্তু আমরা শুনেই যাচ্ছি সে শিখছে, তার বয়স ৩২ হলে বুঝি সে শিখবে।'
শেষ ওভার ম্যাচ জিততে ভারতের দরকার ছিল ১৬ রান। বাঁহাতি স্পিনে সেই রান আটকাতে পারেননি মোহাম্মদ নাওয়াজ। শেষ দিকে একজন পেসারের ওভার কেন রাখা হলো না এই নিয়ে আছে আলোচনা। হাফিজ এই জায়গাতেই তুলেছেন প্রশ্ন, 'এই ম্যাচে (ভারতের বিপক্ষে) ৭ ওভার থেকে ১১ ওভার পর্যন্ত ভারত ওভারে ৪ রান আনতেও কষ্ট করছিল। তখন বাবর কেন স্পিনারদের কোটা শেষ করেনি?'
সেদিন ম্যাচ শেষে বাবর অবশ্য বোলারদের কোন দায় দেখেননি, কৃতিত্ব দেন প্রতিপক্ষকে, 'আমাদের বোলাররা খুব ভাল বল করেছে। সব কৃতিত্ব কোহলি ও পান্ডিয়ার। নতুন বলে কাজটা সহজ ছিল না। আমরা পরিকল্পনায় ছিলাম, কিন্তু কোহলি ও পান্ডিয়াকে কৃতিত্ব দিতে হবে বিশেষ করে কোহলিকে। মাঝের ওভারে উইকেট নেওয়ার জন্য আমরা স্পিনার রেখেছিলাম।'
Comments