বিশ্বকাপ জিতেই তবে বড় কেক কাটতে চান কোহলি

শনিবার কোহলি পা দেন ৩৪ বছরে। গত ১৪ বছর ধরেই খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। দারুণ পারফরম্যান্স দিয়ে নিজেকে নিয়ে গেছেন গ্রেটদের কাতারে। মেলবোর্নে অনুশীলনের মাঝে কোহলিকে কেক এনে জন্মদিনের শুভেচ্ছা জানান সাংবাদিকরা।
Virat Kohli

জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলন রেখেছিল ভারত। অল্প কয়েকজন সতীর্থের সঙ্গে মাঠে এসেছিলেন বিরাট কোহলিও। নিজের ৩৪তম জন্মদিনের দিন মাঠে এসে গণমাধ্যম কর্মীদের আনা কেক কাটেন এই ক্রিকেটার। তারপর জানান বড় স্বপ্নের কথা।

শনিবার কোহলি পা দেন ৩৪ বছরে। গত ১৪ বছর ধরেই খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। দারুণ পারফরম্যান্স দিয়ে নিজেকে নিয়ে গেছেন গ্রেটদের কাতারে। মেলবোর্নে অনুশীলনের মাঝে কোহলিকে কেক এনে জন্মদিনের শুভেচ্ছা জানান সাংবাদিকরা।

কেক কাটার আগে সবার প্রতি জানান কৃতজ্ঞতা, পরে শোনান আসল কেক কাটতে চান ফাইনাল জিতেই, 'ধন্যবাদ। এটা দারুণ সম্মান। এটা ঐতিহাসিক ভেন্যু। মিডিয়ার সবাই এখানে আছে। আসলেই সম্মানিত।'

'তবে মেলবোর্নে আমি শুধু একটা কেক কাটতে চাই। সেটা আগামী সপ্তাহে (বিশ্বকাপ জিতলে)। আমি ও রোহিত (শর্মা) একটা কথাই ভাবছি, ভারতকে আইসিসির টুর্নামেন্ট জেতাতে হবে।'

২০১৩ সালের পর আর কোন আইসিসির আসরে শিরোপা জেতেনি ভারত। সেরা দল নিয়েও বেশ কয়েকবার হতাশ হয়ে ফিরতে হয়েছে তাদের। রোববার জিম্বাবুয়েকে হারালে সেমি ফাইনালে উঠবে ভারত। তারপর চূড়ান্ত সাফল্যের জন্য থাকবে দুই ধাপ।

চলতি বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন কোহলি। চার ম্যাচ খেলে তিন ফিফটিতে সর্বোচ্চ ২২০ রান তার। মাত্র একবার আউট হওয়ায় গড়টাও ২২০!

আন্তর্জাতিক ক্রিকেটে ৭১টি সেঞ্চুরির মালিক এই ডানহাতি অভিষেকের পর থেকে করেছেন সবচেয়ে বেশি রান, সেঞ্চুরি, ফিফটি। ব্যাটিংয়ের বড় সব কীর্তি নিজের দিকে নিয়ে যাওয়ার পথে আছেন তিনি।

Comments

The Daily Star  | English
Jatiya Party announces candidates for 289 seats

National polls: AL wants to sit with Jatiya Party tomorrow, says Chunnu

Awami League wants to sit with the main opposition Jatiya Party tomorrow to discuss various issues regarding the January 7 national election.

1h ago