টাইগারদের বিদায়ে বিষণ্ণ বাংলাদেশি সমর্থকরা কী ভাবছেন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে?
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে টাইগাররা। কিন্তু ক্রিকেটপ্রেমী বাংলাদেশি সমর্থকরা তো আর চাইলেন পারেন না ক্রিকেট থেকে দূরে থাকতে। এখন তাদের ভাবনায় ভারত-পাকিস্তান ম্যাচ।
কিন্তু আসলেই কি সেই উত্তেজনাটা কাজ করছে যেটা করত বাংলাদেশ থাকলে? প্রতিবেশী দুই দেশের দ্বৈরথ কি রোমাঞ্চিত করতে পারবে হতাশ সমর্থকদের?
এদিকে, শ্রীলঙ্কার কাছে হারের পর সমর্থকরা যাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, সেই মুশফিকুর রহিম বিদায় নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। তার বিদায়টাই বা কোন দৃষ্টিতে দেখছেন সমর্থকরা?
এ সকল বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের NON STRIKER'S END powered by Daraz-এর আয়োজনে আলোচনা করেছেন দুই টাইগার সমর্থক।
Comments