ব্ল্যাক প্যান্থার ওয়াকান্দা ফরএভার

মার্ভেলের মোড়কে নন-মার্ভেল সিনেমা

গল্পের শুরু টিচেলার মৃত্যুর পরের অবস্থা থেকে। ওয়াকান্দা এখন রাজাশূন্য, নেতৃত্বশূন্য। টিচেলার মৃত্যুর পর সবাই ভীষণ শোকাহত, বিশেষ করে শুরি ও কুইন রামোন্ডা।

এমন সময় নতুন শত্রু নামোরের আবির্ভাব ঘটে দৃশ্যপটে। তিনি তালোকান সাম্রাজ্যের সর্বেসর্বা। তালোকানের সঙ্গে ওয়াকান্দার বেশ কয়েক জায়গায় মিল আছে। শুরি ও কুইন রামোন্ডাকে নামোর প্রস্তাব দেয়, তারা এক সঙ্গে হয়ে পৃথিবীতে আক্রমণ করে সেখানে রাজত্ব কায়েম করবে।

নামোরের এই প্রস্তাব কি শুরি ও কুইন রামোন্ডা মেনে নেবে?

মার্ভেলের অন্যান্য সিনেমায় যেসব বৈশিষ্ট্য আছে, এই সিনেমায় সেগুলো সচেতনভাবেই এড়িয়ে যাওয়া হয়েছে। এটি হয়ে উঠেছে একেবারেই অন্যরকম এক মার্ভেল সিনেমা।

সুপারহিরো সিনেমায় আফ্রিকার সংস্কৃতি-ঐতিহ্য, বর্ণবৈষম্য, যাপিত জীবন, বহিঃশক্তির বিরুদ্ধে বিদ্রোহ—সবকিছুই চমৎকারভাবে এই সিনেমায় এসেছে যা সাধারণত অন্য সুপারহিরো সিনেমায় দেখা যায় না।

তবে কট্টর মার্ভেলভক্তদের এই সিনেমা কিছুটা হলেও হতাশ করতে পারে।

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

48m ago