রাজশাহীতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

রং মেখে, গান গেয়ে ব্যাঙের বিয়ে দিয়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলার তাতারপুর গ্রামের বাসিন্দারা। সঙ্গে ছিল খাওয়া-দাওয়ার আয়োজনও। মূলত তীব্র তাপদাহে খরা ও কৃষি জমির ক্ষতি এড়াতে এই আয়োজন করেন গ্রামবাসীরা। 

Comments

The Daily Star  | English

Had no discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

2h ago