উৎসাহী জনতা

এত এত ‘উৎসুক জনতা’ নিয়ে আমরা কী করতে পারি?

​কয়েক মাস আগে পান্থপথ দিয়ে যাচ্ছিলাম। একটা জায়গায় দেখলাম অনেক লোকজন জটলা করে কী যেন দেখছে। আমারও প্রবল আগ্রহ তৈরি হল। ব্যাপক ঝামেলা করে, কী হচ্ছে, তা দেখার জন্য এক জায়গায় চালককে গাড়ি দাঁড় করাতে...